রবিবার ২৮ এপ্রিল ২০২৪
Online Edition

খালেদা জিয়াকে কারগারে রাখার জন্য তত্ত্বাবধায়ক সরকার দায়ী -ওবায়দুল কাদের

স্টাফ রিপোর্টার : পূর্ণাঙ্গ কমিটি গঠনের জের ধরে ছাত্রলীগের মধ্যে যে দ্বন্দ্ব চলছে তা অচিরেই মিটে যাবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘আমার অনুপস্থিতিতে ছাত্রলীগের কমিটি গঠন, অভ্যন্তরীণ কোন্দল বা সাংগঠনিক সমস্যা সমাধানে নেত্রী চারজন নেতাকে দায়িত্ব দিয়েছেন। তাদের সঙ্গে আমার কথাবার্তা হয়েছে, যোগাযোগ হচ্ছে। আন্দোলন-প্রতিবাদ যারা করছে, তাদের সঙ্গে আলাপ আলোচনা হচ্ছে। আশা করি,অচিরেই সমাধান হবে।’
গতকাল শনিবার দুপুরে মহাখালী বাস টার্মিনাল পরিদর্শনের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন ওবায়দুল কাদের। মহাখালী বাস টার্মিনালের এসময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন বিআরটিএ’র চেয়ারম্যান মশিয়ার রহমান ও ঢাকা জেলা মিনিবাস সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি মো. ওসমান আলী।
সরকার রাজনৈতিক স্বার্থে খালেদা জিয়াকে কারাগারে রেখেছে বলে বিএনপির অভিযোগের জবাবে কাদের বলেন, ‘খালেদা জিয়া মুক্তি পাবেন কিনা সেটি আদালতের বিষয়।’
খালেদা জিয়ার প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘খালেদা জিয়াকে বন্দী রেখেছে কে? সরকার না মামলা? তত্ত্ববধায়ক সরকারের মামলার কারণে সাজাপ্রাপ্ত হয়ে আদালতের রায়ের কারাগারে আছেন তিনি। এজন্য যদি সরকারকে দায়ী করেন, তাহলে তত্ত্ববধায়ক সরকারকে দায়ী করেন। দেশে আইন আছে, বিচার ব্যবস্থা আছে। আইন অনুযায়ী তিনি আদালতে গেছেন, আদালত তাকে দোষী সাব্যস্ত করেছেন, সাজা দিয়েছেন। সেভাবেই তিনি জেলে আছেন। আইনি লড়াই করে বিএনপির নেতারা তাকে মুক্ত করে আনতে পারে। এখানে সরকারের কোনও করণীয় নেই।’
বিএনপির আন্দোলনের হুমকির জবাবে কাদের বলেন, ‘খালেদা জিয়ার সাজা পাওয়ার এতদিন চলে গেল, আজ পর্যন্ত বিএনপির আন্দোলনের বিন্দু উত্তাপ রাজপথে নেই। এটা তাদের ব্যর্থতা।’
ঈদযাত্রায় যানবাহনের ভাড়ার ব্যাপারে যাত্রীদের কোনও অভিযোগ নেই বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘ভাড়ার ব্যাপারে যাত্রীদের সঙ্গে কথা বলেছি। যাত্রীরা কোনও অভিযোগ করেনি। চাঁদাবাজির বিষয়েও সর্তক করা হয়েছে। আমি আশা করি, ঈদ পর্যন্ত এই স্বস্তিদায়ক যাত্রা অব্যাহত থাকবে।’
সারাদেশের রাস্তা ভালো হওয়ার ঈদযাত্রায় কোথাও যানজট নেই জানিয়ে সেতুমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের সব রুটে যানজটমুক্ত নিরাপদ যাত্রা অব্যাহত আছে। উত্তরবঙ্গের যাত্রা নিয়ে সংকট হওয়ার আশঙ্কা থাকলেও যান চলাচল অব্যাহত আছে। বৃষ্টি হলে গাড়ির গতি ধীর হতে পারে কিন্তু তাতে যানজট সৃষ্টি হওয়ার আশঙ্কা নেই।

অনলাইন আপডেট

আর্কাইভ