বুধবার ০১ মে ২০২৪
Online Edition

ব্যর্থ অভ্যুত্থানে জড়িত সন্দেহে ইথিওপিয়ায় আটক আড়াইশ

আল-জাজিরা : ইথিওপিয়ার সরকারি গণমাধ্যম বৃহস্পতিবার জানায়, ব্যর্থ সামরিক অভ্যুত্থান চেষ্টায় জড়িত সন্দেহে আদ্দিস আবাবা ও বাহির দার নগরী থেকে এ পর্যন্ত ২৫০ জনকে আটক করা হয়েছে। তবে আটককৃত ব্যক্তিরা সামরিক না বেসামরিক তা স্পষ্ট করা হয়নি। 

সরকারি গণমাধ্যমে আটককৃতদের বিস্তারিত তথ্য প্রকাশ না করলেও নিরাপত্তা বাহিনীর অভিযানে দলীয় কর্মীদের আটক করা হয়েছে বলে অভিযোগ করে ন্যাশনাল মুভমেন্ট অব আমহারা (এনএএমএ)। দলটি জানায়, অন্তত ৫৬ জন নেতাকর্মীকে বুধবার রাজধানী আদ্দিস আবাবা থেকে আটক করা হয়।

উল্লেখ্য, সম্প্রতি ব্যর্থ সামিরক অভ্যুত্থান চেষ্টায় আদ্দিস আবাবা ও বাহির দারে দুই দফা বিস্ফোরণে এক রাজ্য প্রধান ও দেশটির সামরিক প্রধান নিহত হন। এরপর থেকে দেশটির রাজনীতিতে এক ধরনের অস্থিরতা বিরাজ করছে। 

অনলাইন আপডেট

আর্কাইভ