বৃহস্পতিবার ০২ মে ২০২৪
Online Edition

পাবনায় এইচআইভি-এইডস প্রতিরোধে সচেতনতামূলক সভা

পাবনা সংবাদদাতা : লাইট হাউস, পাবনা আয়োজিত ‘প্রায়োরাটাইজড এইচআইভি প্রিভেনশন সার্ভিসেস ফর কী পপুলেশন (এমএসএম, এমএসডাব্লিউ এবং হিজড়া) ইন বাংলাদেশ’ প্রকল্পের কর্মসুচির আওতায় এক সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়। গত সোমবার (২৪ জুন) পাবনা সিভিল সার্জন অফিসের সম্মেলনকে এইচআইভি/এইডস প্রতিরোধ কল্পে সাংবাদিক, আইনজীবী, শিক্ষক, ধর্মীয় নেতা, আইন প্রয়োগকারী সংস্থা, ঈমাম, স্বাস্থ্য সেবা প্রদানকারী সংস্থা সহ সমাজের বিভিন্ন পেশাজীবীরা সভায় অংশ গ্রহণ করেন। পাবনার সিভিল সার্জন ডাঃ মেহেদী ইকবাল এর সভাপতিত্বে সভায় রিসোর্স পার্সন হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ (পুলিশ সুপার পদোন্নতি প্রাপ্ত) সুপার গৌতম কুমার বিশ্বাস, সাবেক সিভিল সার্জন ও পিডিসির পরিচালক ডাঃ সাইফুদ্দীন ইয়াহিয়া, ডেপুটি সিভিল সার্জন ডাঃ কে এম আবু জাফর। সভায় মাল্টিমিডিয়া প্রেজেন্ট করেন লাইট হাউসের সাবডিআইসি ইনচার্জ এমডি ওয়াহেদুল হক। সভায় অন্যান্য‘র মধ্যে বক্তব্য রাখেন প্রেসকাব সম্পাদক আঁখিনুর ইসলাম রেমন ও সহ-সভাপতি কামাল আহমেদ সিদ্দিকী, আব্দুল জলিল প্রমুখ। সভায় এইচআইভি/এইডস প্রতিরোধের তৃণমূল পর্যায়ে সচতনতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করা হয়।

অনলাইন আপডেট

আর্কাইভ