বুধবার ০১ মে ২০২৪
Online Edition

চ্যাম্পিয়ন চিলিকে হারিয়ে কোপা আমেরিকার ফাইনালে পেরু

স্পোর্টস ডেস্ক : গত দুই আসরের চ্যাম্পিয়ন চিলিকে হারিয়ে কোপা আমেরিকার ফাইনালে উঠেছে পেরু। পোর্তো আলেগ্রেতে গতকাল বৃহস্পতিবার সকালে প্রতিযোগিতার দ্বিতীয় সেমি-ফাইনালে ৩-০ গোলে জিতেছে পেরু। ব্রাজিলের রিও ডি জেনেইরোর মারাকানা স্টেডিয়ামে আগামী রোববার বাংলাদেশ সময় রাত ২টায় শিরোপা লড়াইয়ে ব্রাজিলের মুখোমুখি হবে পেরু। গ্রুপ পর্বের ম্যাচে স্বাগতিকদের কাছে ৫-০ গোলে উড়ে গিয়েছিল তারা।প্রথমার্ধে দুই গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ১৯৭৫ সালে সর্বশেষ কোপা আমেরিকার শিরোপা জেতা পেরু। ২১তম মিনিটে ডান দিক থেকে আসা ক্রসে আন্দ্রে কাররিয়োর হেডে বল পেয়ে দারুণ ভলিতে জাল খুঁজে নেন এদিসন ফ্লোরেস। ৩৮তম মিনিটে ব্যবধান দ্বিগুণ হয়। সতীর্থের লম্বা করে বাড়ানো বল আন্দ্রে কাররিয়ো নিয়ন্ত্রণ নেওয়ার আগে বিপদমুক্ত করতে পোস্ট ছেড়ে বেরিয়ে যান চিলির গোলরক্ষক গাব্রিয়েল আরিয়াস। কিন্তু আটকাতে পারেননি। কাররিয়োর ক্রস বুক দিয়ে নামিয়ে ভলিতে ফাঁকা পোস্টে লক্ষ্যভেদ করেন জসিমার জতুন। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে রেনাতোর থ্রু পাস অফসাইডের ফাঁদ ভেঙে নিয়ন্ত্রণে নিয়ে গোলরক্ষককে কাটিয়ে অধিনায়ক পাওলো গেররেরো গোল করলে চিলির ম্যাচে ফেরার আশা শেষ হয়ে যায়। শেষের বাঁশি বাজার আগ মুহূর্তে অবশ্য ব্যবধান কমানোর সুযোগ পেয়েছিল চিলি। কিন্তু এদুয়ার্দো ভারগাসের দুর্বল স্পট কিক ফিরিয়ে দেন গোলরক্ষক পেদ্রো গালেসে।

অনলাইন আপডেট

আর্কাইভ