শনিবার ০৪ মে ২০২৪
Online Edition

কমলগঞ্জের জাতীয় উদ্যান লাউয়াছড়ায় শত শত গাছ পঁচে বিনষ্ট ॥ কোটি কোটি টাকা ক্ষতি

কমলগঞ্জ : লাউয়াছড়া জাতীয় উদ্যান -সংগ্রাম

মৌলভীবাজার সংবাদদাতা : জাতীয় উদ্যান লাউয়াছড়ার গহীন জঙ্গলে কোটি কোটি টাকার বৃক্ষ পঁচে নষ্ট হচ্ছে অনবরত। শত বছর বয়সী এসব বৃক্ষ অবহেলায় পড়ে থাকতে দেখে পর্যটকরা দোষ দিচ্ছেন বন কর্তৃপক্ষকে। এসব বৃক্ষগুলি কেটে নিলামে বিক্রি করলে সরকারি কোষাগারে জমা হত কোটি টাকা। বৈরী আবহাওয়া ও বৃষ্টি এলেই লাউয়াছড়ার পাহাড়ি এলাকায় মূল্যবান বৃক্ষ উপড়ে পড়ে যায়। সেই পড়ে যাওয়া বৃক্ষগুলি বছরের পর বছর এভাবেই থেকে পঁেচ নষ্ট হয়ে যায়।
সরেজমিনে গিয়ে দেখা যায় জাতীয় উদ্যানের ভিতরে সমতল ও পাহাড়ি আঁকবাঁকা পথে ১০০ থেকে ১৫০ ফুট লম্বা অনেকগুলি বৃক্ষ ঝড় তোফানে চিটকে পড়ে আছে। বৃক্ষের মধ্যে রয়েছে সেগুন, মেহগণি, জারুল, আকাশি, চাম, বেলজিয়াম ইত্যাদি।
গহীন জঙ্গলে এসব মূল্যবান বৃক্ষ পচেঁ নষ্ট হচ্ছে। সরকারি এসব বৃক্ষগুলির সঠিক তদারকি না করাতে লাউয়াছড়ায় প্রতিনিয়ত বাড়ছে গাছ চুরির হিড়িক। বন কতৃপক্ষের উদাসীনতাকে দায়ী করে লাউয়াছড়ায় বেড়াতে আসা পর্যটকরা বলছেন কর্তৃপক্ষ একটু সজাগ হলেই সরকারের কোটি কোটি টাকা সাশ্রয় হত। এ ব্যাপারে লাউয়াছড়া বিট কর্মকর্তার সাথে ফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।

অনলাইন আপডেট

আর্কাইভ