শনিবার ০৪ মে ২০২৪
Online Edition

একটি শার্টের সূত্র ধরে বেরিয়ে এলো শিশু আকিব হত্যার রহস্য

আল হেলাল, নালিতাবাড়ী, (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ী পৌরশহরে আকিবের লাশের মুখ ডাকা অবস্থায় যে শার্টটি পাওয়া গেছে। পরিবার সেই শার্টটি আকিবে নয় বলে দাবী করেছেন। পরে সেই শার্টের সূত্র ধরে পুলিশ শিশু আকিব ইসলাম খান (১২) হত্যার ঘটনা বের করে এনেছেন বলে জানা গেছে। ওই শার্ট প্রতিবেশি উমর কাজি রাব্বির (২০)। সে শহরের পূর্ব কালিনগর এলাকার মো.আইনাল হকের ছেলে। এ ব্যাপারে আকিবের বাবা আবদুর রউফ বাদি হয়ে গত মঙ্গলবার থানায় সন্দেহজনকভাবে প্রতিবেশির বিরুদ্ধে মামলা করেন। নিহত আকিব শহরের পূর্ব কালিনগর গ্রামের আবদুর রউফের ছোট ছেলে। আকিব স্থানীয় শাহিন স্কুলের পঞ্চম শ্রেণির মেধাবী ছাত্র ছিলো। শুক্রবার সন্ধ্যায় ৬টার সময় জেলা পুলিশের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ সুপার(এএসপি) মো.জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করছেন। তবে মামলাটি গতকাল শুক্রবার গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান। পুলিশ, আকিবের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত শনিবার বিকেলে আকিব বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। তার চার দিন পর গত বুধবার পুলিশের তল্লাসির সময় আকিবের মরদেহ বস্তাবন্দী অবস্থায় বাড়ির পাশে ধানখেত থেকে উদ্ধার করা হয়। এ সময় নিহত আকিবের মুখে একটি শার্ট দিয়ে ডাকা ছিলো। লাশের সাথে গলায় গামছা পেচানো ছিলো। এ ব্যাপারে জিজ্ঞাসাবাদে জন্য গত বুধবার সন্ধ্যায় পুলিশ সাতজনকে আটক করে। জিজ্ঞাসাবাদে হত্যার কথা অস্বীকার করেন।
গত বৃহস্পতিবার সকালে লাশের সঙ্গে থাকা শার্টটি প্রতিবেশি উমর কাজি রাব্বিকে পরানো হয়। তখন রাব্বি কিছুটা নিশ্চুপ হয়ে পড়েন। পরে রাব্বিকে আলাদা করে জিজ্ঞাসাবাদে সে তার নিজের শার্ট বলে স্বীকার করেন। এর পর পুলিশের কাছে আকিব হত্যার সকল ঘটনার বিবরণ দেন উমর কাজি রাব্বি।

অনলাইন আপডেট

আর্কাইভ