সোমবার ২৯ এপ্রিল ২০২৪
Online Edition

ভারতের সাথে স্বাক্ষরিত চুক্তি জনসমক্ষে প্রকাশ না করা সংবিধানের লঙ্ঘন -সুশীল ফোরাম

ভারতের সাথে সম্পাদিত চুক্তি ও সমঝোতা স্মারক সরকার জনসমক্ষে প্রকাশ না করায় গভীর উদ্বেগ, হতাশা ও বিস্ময় প্রকাশ করে সুশীল ফোরামের সভাপতি মোঃ জাহিদ বলেন, বাংলাদেশের সংবিধানের ১৪৫ (ক) এর ধারা অনুযায়ী বিদেশের সাথে সম্পাদিত সব চুক্তি রাষ্ট্রপতির কাছে পেশ করার কথা উল্লেখ রয়েছে। রাষ্ট্রপতি তা সংসদে পেশ করার ব্যবস্থা করবেন। তবে শর্ত হচ্ছে যে, জাতির নিরাপত্তার স্বার্থে সংশ্লিষ্ট অনুরূপ কোন চুক্তি কেবলমাত্র সংসদের গোপন বৈঠকে পেশ করা হবে কিন্তু ভারতের সাথে যেসব চুক্তি স্বাক্ষর করা হল তার কোনটিই জনসমক্ষে কিংবা জাতীয় সংসদে উপস্থাপন না করে সরকার সংবিধান লঙ্ঘন করেছেন। জনগণকে তাদের অধিকার থেকে বঞ্চিত করেছেন। সংসদ তার প্রাপ্য অধিকার হারিয়েছেন। তাই সুশীল ফোরামের সভাপতি মোঃ জাহিদ সরকারের প্রতি জোর দাবি জানিয়ে বলেন, ভারতের সাথে সম্পাদিত সকল চুক্তি জনসমক্ষে ও সংসদে পেশ করে সংবিধান রক্ষা করুন ও জনগণের অধিকার ফিরিয়ে দিন।” প্রেস বিজ্ঞপ্তি।

অনলাইন আপডেট

আর্কাইভ