মঙ্গলবার ১৪ মে ২০২৪
Online Edition

শাহ আমানত বিমানবন্দর থেকে বিভিন্ন দেশে ফ্লাইট চালুর আহ্বান

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম শাহ আমানত আন্তজার্তিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুর, ব্যাংকক, হংকং, মালয়েশিয়া, চায়না, জাপান, কোরিয়া ও ভারতের চেন্নাই-দিল্লি রুটে জরুরী ভিওিতে ফ্লাইট চালু করার ব্যবস্থা নেয়ার জন্য আহবান জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি খলিলুর রহমান।
গতকাল রোববার  বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন প্রতিমন্ত্রীর কাছে এক জরুরী বার্তায় তিনি বলেন,  দেশের রেলওয়ে ও নৌ-পরিবহন, বিআইডব্লিউটিএ, সড়ক পরিবহনে বিআরটিসি, বিদ্যুৎ বিভাগ, ওয়াসা, টেলিফোন সংস্থা ইত্যাদির মতো বিমান পরিবহন সংস্থার সেবা পাওয়া দেশের সকল বিভাগের জনগণের অধিকার রয়েছে । বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামকে দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র বলা হয়। যেখানে গড়ে উঠেছে সরকারি বেসরকারি বড় কয়েকটি ইপিজেড ও ইকোনমিক জোন, নির্মাণাধীন অবস্থায় রয়েছে মিরসরাই ও আনোয়ারা ইকোনমিক জোন, দেশের প্রথম বঙ্গবন্ধু টানেল, যা নির্মাণ হলে এ অঞ্চলে শিল্প এলাকার সংখ্যা আরও বৃদ্ধি পাবে। আরও উল্লেখ্য যে ইকোনমিক জোন এবং ইপিজেড গুলোর সকল কর্মকান্ডের সাথে চায়না, সিঙ্গাপুর, ব্যাংকক, হংকং অর্থাৎ দক্ষিণ-পূর্বাঞ্চলের সাথে যোগাযোগের প্রয়োজনীয়তা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। অথচ চট্টগ্রাম থেকে দক্ষিণ-পূর্ব দিকের যোগাযোগের ক্ষেত্রে বিমান পরিবহনের কোন ব্যবস্থা নেই। চট্টগ্রাম থেকে সরাসরি সিঙ্গাপুর, ব্যাংকক, চায়না, মালয়েশিয়ায় যাওয়ার সুযোগ বা ঐ দিক থেকে সরাসরি চট্টগ্রামে আসার সুযোগ থাকলে বাংলাদেশের একমাত্র বাণিজ্যিক রাজধানী বন্দর নগরী চট্টগ্রাম, তথা ইকোনমিক জোন সমূহে নতুন বৈদেশিক বিনিয়োগ প্রবাহ বেড়ে দেশের শিল্পায়ন, কর্মসংস্থান ও রপ্তানি আরও বৃদ্ধি পাবে। আমরা মনে করি যে, জনগন রাষ্ট্রীয় সংস্থাগুলির সেবা পাবার অধিকার রাখে। যেমন, ঢাকা-চট্টগ্রাম রেলপথে প্রতিমাসে লাভ বৈ কোন মাসে ক্ষতি হলেও ঢাকা- চট্টগ্রাম রেল পরিবহন বন্ধ করা যাবে না। অনুরুপ বিবেচনায় চট্টগ্রাম থেকে দক্ষিণ পূর্ব এশিয়ার পরিবহনে বাংলাদেশ বিমানের লাভ কম বেশি হলেও দেশের শিল্পায়ন তথা কর্মসংস্থান ও জনস্বার্থে চট্টগ্রাম থেকে বাংলাদেশ বিমানের পূর্বমুখী বিষয়ে বর্ণিত রুটে অতি সত্ত্বর ফ্লাইট চালুকরণ অত্যাবশ্যক বলে আমরা মনে করি। তাই :-(১) চট্টগ্রাম থেকে অন্তত একদিন অন্তর ব্যাংকক-সিঙ্গাপুর-মালয়েশিয়া-হংকং-চায়না-জাপান- কোরিয়া রোডে অতিসত্ত্বর বিমান পরিবহনে সিডিউল গ্রহন করার জন্য নির্দেশ দানে আপনার নিকট বিনীত অনুরোধ করছি।(২) যেহেতু চট্টগ্রাম থেকে বহু লোক চিকিৎসা ও ব্যবসায়িক কারণে ভারতের চেন্নাই ও দিল্লি যাতায়াত করছে, তাই এ পথে সপ্তাহে অন্তত ২ দিন চট্টগ্রাম-–কলকাতা রুটের পাশাপাশি সপ্তাহে আরও ২ দিন চট্টগ্রাম- চেন্নাই -দিল্লি রুটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট সিডিউল চালু করার অনুরোধ জানাচ্ছি।

অনলাইন আপডেট

আর্কাইভ