রবিবার ১৯ মে ২০২৪
Online Edition

পাকিস্তান সফরে পূর্ণ শক্তির শ্রীলঙ্কা দল

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান সফরে টেস্ট সিরিজের জন্য পূর্ণ শক্তির দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। লঙ্কানদের নেতৃত্ব দেবেন টেস্টের নিয়মিত অধিনায়ক দিমুথ করুনারত্নে । ১৬ সদস্যের দলে আছেন অভিজ্ঞ ব্যাটসম্যান অ্যাঞ্জেলো ম্যাথুস, দিনেশ চান্দিমালও। গত আগস্টে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলা সবশেষ টেস্টের দল থেকে কেবল একটি পরিবর্তন এনেছে শ্রীলঙ্কা। অবৈধ বোলিং অ্যাকশনের কারণে এক বছরের জন্য নিষিদ্ধ হওয়া লেগ স্পিনার আকিলা ধনঞ্জয়ার জায়গায় এসেছেন ডানহাতি পেসার কাসুন রাজিথা। টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে দুই ম্যাচের সিরিজ খেলতে আগামী ৮ ডিসেম্বর পাকিস্তান উড়াল দেবে শ্রীলঙ্কা দল। এই সিরিজ দিয়েই ১০ বছরেরও বেশি সময় পর টেস্ট ক্রিকেট ফিরছে পাকিস্তানের মাটিতে। মাস তিনেক আগে সীমিত ওভারের সিরিজ খেলতে পকিস্তানে গিয়েছিল শ্রীলঙ্কা। যদিও সেবার শ্রীলঙ্কার ১০ জন তারকা ক্রিকেটার সফর নিজেদের সরিয়ে নেন।পাকিস্তানে নিরাপত্তা শঙ্কায় টেস্ট সিরিজটা হওয়ার কথা ছিল মূলত গত অক্টোবরে, নিরপেক্ষ ভেন্যুতে। কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) পুরো দ্বিপক্ষীয় সিরিজ পাকিস্তানে খেলার জন্য অনুরোধ করে শ্রীলঙ্কাকে। এরই প্রেক্ষিতে আগে সীমিত ওভারের সিরিজ খেলতে পাকিস্তানে যায় শ্রীলঙ্কা। সিরিজটা হয়েছিল ব্যাপক নিরাপত্তার মধ্য দিয়ে। সেই সফর ভালোভাবে শেষ হওয়ায় পরে পাকিস্তানে টেস্ট খেলতেও রাজি হয় শ্রীলঙ্কা। আগামী ১১ ডিসেম্বর রাওয়ালপিন্ডিতে শুরু হবে প্রথম টেস্ট। ১৯ ডিসেম্বর দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে করাচিতে। ২০০৯ সালে পাকিস্তানের লাহোরে শ্রীলঙ্কার টিম বাসে সন্ত্রাসী হামলা হয়েছিল। এরপর থেকে পাকিস্তানে কোনো টেস্ট ম্যাচ হয়নি। শ্রীলঙ্কা টেস্ট দল: দিমুথ করুনারত্নে (অধিনায়ক), লাহিরু থিরিমান্নে, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথুস, কুশল পেরেরা, নিরোশান ডিকভেলা, ওশাদা ফার্নান্দো, দিনেশ চান্দিমাল, দিলরুয়ান পেরেরা, ধনঞ্জয়া ডি সিলভা, লাকশান সান্দাকান, লাসিথ এম্বুলদেনিয়া, সুরঙ্গা লাকমাল, লাহিরু কুমারা, বিশ্ব ফার্নান্দো, কাসুন রাজিথা।

অনলাইন আপডেট

আর্কাইভ