রবিবার ১৯ মে ২০২৪
Online Edition

চতুর্থবারের মতো বর্ষসেরা প্লে-মেকার মেসি

স্পোর্টস ডেস্ক : ২০১৯ সালটা দুর্দান্ত কাটছে লিওনেল মেসির। ব্যক্তিগত অর্জনে এরইমধ্যে তিনি ছাড়িয়ে গেছেন বাকি সবাইকে। সর্বশেষ তার সাফল্যের পালকে যুক্ত হলো আইএফএফএইচএস (ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্টরি অ্যান্ড স্ট্যাটিস্টিকস) বর্ষসেরা প্লেমেকারের পুরস্কার। এই নিয়ে চতুর্থবারের মতো বর্ষসেরা প্লেমেকারের পুরস্কার জিতলেন মেসি। এর আগে তার সাবেক বার্সা সতীর্থ জাভি হার্নান্দেজ ৪বার এই পুরস্কার জেতার কীর্তি গড়েছিলেন। এর আগে ২০১৯ ফিফার বর্ষসেরার সঙ্গে গোল্ডেন বুটও ঝুলিতে পুরেছেন মেসি। এবারের ব্যালন ডি’অর পুরস্কারেরও সবচেয়ে বড় দাবিদার এই আর্জেন্টাইন ফুটবল জাদুকর। মেসিকে বর্তমান প্রজন্মের সবচেয়ে সেরা প্লেমেকারদের একজন হিসেবে বিবেচনা করা হয়। তার প্রতিফলন পাওয়া যায় এবারের তালিকায়। ‘আইএফএফএইচএস’ প্রকাশিত তালিকায় ২৯৯ পয়েন্ট নিয়ে সবার ওপরে আছেন তিনি। বার্সা ফরোয়ার্ডের পরেই আছেন কেভিন ডি ব্রুইনা। ম্যানচেস্টার সিটি তারকার অর্জন ৮৫ পয়েন্ট। ৫৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছেন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড ইডেন হ্যাজার্ড। ইন্টারনেট।

অনলাইন আপডেট

আর্কাইভ