শুক্রবার ০৩ মে ২০২৪
Online Edition

জীবননগরে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে শিশু নিহত : ২টি ট্রাক্টরে অগ্নিসংযোগ

জীবননগর (চুয়াডাঙ্গা) সংবাদদাতা : জীবননগর উপজেলার পশ্চিম বাড়ান্দিতে ইটভাটার মাটিবাহী ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে শিশু জুনায়েদ (৫) নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত জুনায়েদ পশ্চিম বাড়ান্দির বিল্লাল হোসেনের ছেলে। উত্তেজিত জনতা এ সময় ঘটনাস্থলে থাকা খান ব্রিক্সের দুইটি ট্রাক্টরে আগুন লাগিয়ে দেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে নেওয়ার পূর্বেই ট্রাক দুটি পুড়ে ছাঁই হয়ে যায়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার আন্দুলবাড়িয়ার খান ব্রিক্সের দুইটি ট্রাক্টর রায়পুর ইউনিয়নের পশ্চিম বাড়ান্দির মাঠ থেকে মাটি পরিবহন করছে। দুপুরে একটি ট্রাক্টর দ্রুতগতিতে মাটি পরিবহনকালে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এসময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা শিশু জুনায়েদ ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয়।
উত্তেজিত জনতা এসময় খান ব্রিক্সের দুইটি ট্রাক্টরে আগুন লাগিয়ে দেয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার সিরাজুল ইসলাম, ওসি (তদন্ত) ফেরদৌস ওয়াহিদ ও রায়পুর ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ শাহ্ ঘটনাস্থলে যান এবং উত্তেজিত জনতাকে শান্ত করেন। ওসি (তদন্ত) ফেরদৌস ওয়াহিদ জানান, দুর্ঘটনার পর ট্রাক্টরের ড্রাইভার পালিয়ে গেছে। লাশ উদ্ধার করা হয়েছে।

অনলাইন আপডেট

আর্কাইভ