সোমবার ২৯ এপ্রিল ২০২৪
Online Edition

দুস্থ নারীদের পুনর্র্বাসন এর মাধ্যমে সমাজকে এগিয়ে নেয়ার আহ্বান

চট্টগ্রাম প্রগেসিভ ট্রাস্টের সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি, বিশেষ অতিথিদের সাথে ২০ দুস্থ মহিলারা

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এম.জহিরুল আলম দোভাষ বলেছেন-দুস্থ নারীদের পুনর্বাসন এর মাধ্যমে সমাজকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে হবে। সরকারের পাশাপাশি বেসরকারি সংগঠন ও বিত্তবানদের এ ধরনের জনহিতকর কর্মসূচী বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করার কোন বিকল্প নেই। গত শুক্রবার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাব ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে চট্টগ্রাম প্রগ্রেসিভ ট্রাস্ট এর ২০ দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এম. জহিরুল আলম দোভাষ উপরোক্ত অভিমত ব্যক্ত করেন। ট্রাস্ট চেয়রম্যান বিশিষ্ট সাংবাদিক মো: ইসকান্দর আলী চৌধুরী এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। চট্টগ্রাম প্রগ্রেসিভ ট্রাস্ট এর নির্বাহী পরিচালক সিরাজুল করিম মানিক এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিরেন বাংলাদেশ কমার্স ব্যাংক এর চেয়ারম্যান ড. প্রকৌশলী রশিদ আহমদ চৌধুরী, যুগ্ম সচিব বাংলাদেশ রাবার বোর্ডের সচিব, ড. নাজনীন কাউসার চৌধুরী, প্রাক্তন যুগ্ম সচিব প্রফেসর ড. জয়নাব বেগম, চট্টগ্রাম লেডিস ক্লাবের প্রাক্তন সভাপতি জিনাত আজম। স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রগ্রেসিভ টাস্ট এর পরিচালক ও সমাজকল্যাণ বিভাগের আহ্বায়ক এ.এইচ এম কফিলউদ্দিন। আরো বক্তব্য রাখেন পরিচালক মোহাম্মদ হারুন শেঠ, প্রকৌশলী শেখ এহছানুল হক চৌধুরী, আ.ন.ম আবদুশ সাকুর, প্রকৌশলী সাইফুদ্দিন খালেদ, অধ্যাপক হারুন উর রশিদ। প্রধান অতিথি এম.জহিরুল আলম দোভাষ চট্টগ্রাম প্রগ্রেসিভ ট্রাস্ট এর দু যুগ ধরে চট্টগ্রাম মহানগরী ও জেলায় পরিল্পিতভাবে সেবা কার্যক্রম পরিচালনায় বিশেষভাবে দারিদ্র বিমোচন, দুস্থ অসহায় মানুষ ও প্রতিবন্ধীদের পুনর্বাসন বিভিন্নভাবে সাহায্য প্রদান, মেধাবৃত্তি প্রদান, স্বাস্থ্যসেবাসহ বহুবিধ জনহিতকর কর্মসূচি বাস্তবায়নের প্রশংসা করেন। এক্ষেত্রে তিনি সরকারের হাতকে আরো শক্তিশালী করার পরামর্শ দেন। প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ ২০ জন দুস্থ মহিলাদের সেলাই মেশিন বিতরণ করেন।

অনলাইন আপডেট

আর্কাইভ