ঢাকা, রোববর 19 May 2024, ৫ জ্যৈষ্ঠ ১৪৩০, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী
Online Edition

জেনারেল সোলাইমানি হত্যার প্রতিবাদে ইরানব্যাপী কোটি মানুষের বিক্ষোভ

সংগ্রাম অনলাইন ডেস্ক:ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র কুদস বাহিনীর কমান্ডার লে. জেনারেল কাসেম সোলাইমানি এবং ইরাকের হাশদ আশ-শাবি বা পপুলার মোবিলাইজেশন ইউনিটস সংক্ষেপে পিএমইউ'র সেকেন্ড-ইন-কমান্ড আবু মাহদি আল-মুহানদিস মার্কিন বিমান হামলায় শাহাদত বরণ করেছেন।

শহিদ সোলাইমানির ছবি সংবলিত টিশার্ট পরে বিক্ষোভে এসেছেন অনেকেই

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, যেসব অপরাধী তাদের নোংরা হাত দিয়ে জেনারেল সোলাইমানির রক্ত ঝরিয়েছে তাদের জন্য কঠোর প্রতিশোধ অপেক্ষা করছে। এদিকে ন্যাক্কারজনক এ হামলার  ভয়াবহ যুদ্ধ ডেকে আনতে পারে বলে আমেরিকার প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরাকের প্রধানমন্ত্রী আদিল আবদুল-মাহদি।

ইহুদিবাদী ইসরাইলের পতাকা পদলতি করছেন বিক্ষোভকারীরা

এ হত্যাকাণ্ডের প্রতিবাদে গোটা ইরান আজ আমেরিকা এবং ইহুদিবাদী ইসরাইল বিরোধী বিক্ষোভে ফেটে পড়েছে। জুমআর নামাজের পর এ বিক্ষোভ মানুষের ঢল নেমেছে। নারী-পুরষ-শিশুসহ সমাজের সবস্তরের মানুষ এ বিক্ষোভে অংশ নিয়েছেন। অংশ নিয়েছেন নিরাপত্তা কর্মীরাও।

এখানে ইরানের মেহর নিউজের আলোকচিত্রীর ক্যামেরায় বিক্ষোভের চিত্রাবলী তুলে ধরা হলো।-পার্স টুডে

অনলাইন আপডেট

আর্কাইভ