রবিবার ০৫ মে ২০২৪
Online Edition

জয় দিয়ে শুরু দঃ আফ্রিকার

স্পোর্টস রিপোর্টার : পাকিস্তানের বিরুদ্ধে জয় দিয়েই শুরু করেছে দক্ষিণ আফ্রিকা। প্র্যথম টি-টোয়েন্টি ম্যাচে দক্ষিণ আফ্রিকা জয় পেয়েছে ৬ উইকেটে। টসে জিতে পাকিস্তান আগে ব্যাট করতে একবল বাকি থাকতে অল আউট হয় ১১৯ রানে। জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার সামনে টার্গেট ছিল ১২০ রান। দক্ষিণ আফ্রিকা ১০ বল বাকি থাকতে ৪ উইকেটে ১২০ রান করে ম্যাচ জিতে নেয় ৬ উইকেটে। বিজয়ী দলের পক্ষে ডুমিনি ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। বিশ্বকাপের আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ দিয়েই ঘুরে দাঁড়াতে চেয়েছিল পাকিস্তান। কিন্তু প্রথম ম্যাচেই হোঁচট খেল দলটি পরাজয় দিয়েই শুরু করতে হয়েছে পাকিস্তানকে। টসে জিতে ভাগ্যে পরীক্ষায় শহীদ আফ্রিদি এগিয়ে থাকলেও আগে ব্যাট করে চ্যালেঞ্জিং স্কোর গড়তে পারেনি পাকিস্তান। মাত্র ১১৯ রানে অল আউট হলেই পাকিস্তানের জয়ের আশা শেষ হয়ে যায়। কারণ এত কম রান করে ম্যাচ জয়ের স্বপ্ন দেখা অবান্তর। পাকিস্তানের পক্ষে মিসবাউল হক ২৭ রান আর অধিনায়ক শহীদ আফ্রিদি ২৫ রান করলেও অন্য কোন ব্যাটসম্যান ভালো করতে পারেনি। ফলে ১১৯ রানেই থেমে যায় পাকিস্তানের ইনিংস। জয়ের জন্য ১২০ রানের টার্গেট নিয়ে খেলতে নামা দক্ষিণ আফ্রিকার জয় সহজ করে দেন ডুমিনি আর ইনগ্রাম। চতুর্থ উইকেট জুটিতে ডুমিনি আর ইনগ্রাম ৬৬ রানের পার্টনারশীপ গড়লেই দক্ষিণ আফ্রিকার জয় নিশ্চিত হয়ে যায়। ডুমিনি ৪১ রান করে আউট হলেও ইনগ্রাম ৪৬ রানে অপরাজিত থেকে দলকে জয়ী কর মাঠ ছাড়েন। পাকিস্তানের পক্ষে শোয়েব আকতার ২টি উইকেট নিলেও অন্য কোন বোলার একাধিক উইকেট নিতে পারেনি। মোহাম্মদ হাফিজ আর আজমল একটি করে উইকেট নেন। এই সফরে পাকিস্তানের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা ২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। প্রথম ম্যাচ জিতে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে ডি-ভিলিয়াসের দল। তবে পাকিস্তানের টার্গেট দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে জিতে সমতায় আসা। স্কোরবোর্ড পাকিস্তান শাহজাইব হাসান ক ডুমিনি ব টিসোটসোবে ৯ ইমরান ফরহাত ক স্মিথ ব টিসোটসোবে ১০ মোহাম্মদ হাফিজ ক ইংগ্রাম ব বোথা ১৩ উমর আকমল ক বোথা ব এ.মরকেল ১৪ শহীদ আফ্রিদী ক বোসম্যান ব বোথা ২৫ মিসবাহ-উল-হক অপরাজিত ২৭ আব্দুল রাজ্জাক ব বোথা ৪ জুলকারনাইন হায়দার ক ডুমিনি ব এম.মরকেল ১ উমর গুল ক স্মিথ ব টিসোটসোবে ০ সাইদ আজমল রান আউট ৪ শোয়েব আখতার রান আউট ৯ অতিরিক্ত (লেবা-১, সোব-৩, ও-৫) ৯ মোট (অল আউট, ১৯.৫ ওভার) ১১৯ উইকেট পতন : ১-১৬ (ফরহাত), ২-৩৮ (হাসান), ৩-৪৬ (হাফিজ), ৪-৭৫ (আফ্রিদী), ৫-৮৪ (আকমল), ৬-৯০ (রাজ্জাক), ৭-৯১ (হায়দার), ৮-৯২ (গুল-, ৯-৯৯ (আজমল) বোলিং : এম.মরকেল ৪-০-২৮-১ (ও-৪), টিসোটসোবে ৪-০-১৬-৩, এ.মরকেল ৪-১-১৮-১ (নোব-৩), থেরন ৩.৫-০-২৫-০, বোথা ৫-০-৩১-৩ (ও-১) দক্ষিণ আফ্রিকা গ্র্যায়েম স্মিথ ব হাফিজ ১৩ লুটস বোসম্যান ক ফরহাত ব শোয়েব ২ এবি ডি ভিলিয়ার্স ব শোয়েব ০ জেপি ডুমিনি ক আকমল ব আজমল ৪১ কলিন ইংগ্রাম অপরাজিত ৪৬ ডি মিলার অপরাজিত ১৩ অতিরিক্ত (লেবা-৩, ও-২) ৫ মোট (৪ উইকেট, ১৮.২ ওভার) ১২০ উইকেট পতন : ১-১৬ (বোসম্যান), ২-১৬ (ডি ভিলিয়ার্স), ৩-২৬ (স্মিথ), ৪-৯২ (ডুমিনি) বোলিং : শোয়েব ৪-১-২৯-২, রাজ্জাক ২-০-২০-০ (ও-১), হাফিজ ৩-০-১০-১, গুল ৩.২-০-১৭-০, আজমল ৪-০-১৮-১ (ও-১), আফ্রিদী ২-০-২৩-০ ফল : দক্ষিণ আফ্রিকা ৬ উইকেটে জয়ী আম্পায়ার : আসাদ রউফ (পাকিস্তান), আহসান রাজা (পাকিস্তান)

অনলাইন আপডেট

আর্কাইভ