বুধবার ০১ মে ২০২৪
Online Edition

করোনায় প্রতিরক্ষা সচিবের ইন্তিকাল

স্টাফ রিপোর্টার: প্রতিরক্ষাসচিব আবদুল্লাহ আল মোহসীন চৌধুরী আর নেই।গতকাল সোমবার সকাল সাড়ে নয়টায় সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত মে মাসের প্রথম সপ্তাহ থেকেই অসুস্থ ছিলেন আবদুল্লাহ আল মোহসীন চৌধুরী। বাসায় চিকিৎসা নিচ্ছিলেন। পরে তাঁকে সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাঁর কোভিড-১৯ ধরা পড়ে। দুই সপ্তাহ ধরে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) ছিলেন তিনি। আজ সকালে সেখানেই মারা যান।
আবদুল্লাহ আল মোহসীন চৌধুরী প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব ও কবি কামাল নাসের চৌধুরীর আপন ভাই। কামাল নাসের চৌধুরী বর্তমানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করছেন।
এদিকে করোনা মারা যাওয়া মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এডভোকেট আ ক ম মোজাম্মেল হক এমপি’র স্ত্রী লায়লা আরজুমান্দ বানুর দাফন সম্পন্ন হয়েছে। সোমবার যোহরের নামাজের পর গাজীপুর সিটি কর্পোরেশন কেন্দ্রীয় গোরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে গোরস্থান সংলগ্ন বায়তুল মোয়াজ্জাম জামে মসজিদ প্রাঙ্গনে মরহুমার নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। মন্ত্রীর একমাত্র ছেলে এ টি এম মাজহারুল হক তুষার তার মায়ের নামাজে যানাজায় ইমামতি করেন।

অনলাইন আপডেট

আর্কাইভ