রবিবার ১৯ মে ২০২৪
Online Edition

প্রাপ্য সম্মানটা দেয়া হয় না হোল্ডারকে

দুপুরে শুরু হতে যাওয়া ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ সিরিজটির আলাদা মাহাত্ম্য রয়েছে দুই দলের অধিনায়কের জন্যও। ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক জেসন হোল্ডার এবং প্রথম টেস্টে ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকসের মধ্যে রয়েছে সেরা অলরাউন্ডারের এক নীরব লড়াইও। গত ১৮ মাস ধরে টেস্ট অলরাউন্ডারদের র‌্যাংকিংয়ের শীর্ষে জেসন হোল্ডার। অন্যদিক এই ১৮ মাসে ধীরে ধীরে র‌্যাংকিংয়ের দ্বিতীয় স্থানে উঠে এসেছেন বেন স্টোকস। এখনও দুজনের মধ্যকার রেটিংয়ের পার্থক্য ৬৬। তবে চলতি সিরিজের তিন ম্যাচে এই পার্থক্য ঘুচিয়ে নেয়ার সুযোগ রয়েছে স্টোকসের সামনে। আবার হোল্ডারও বাড়িয়ে নিতে পারবেন নিজের রেটিং। তবে ক্যারিবীয় অধিনায়ক মনে করেন, সবাই অলরাউন্ডারের প্রশ্নে যেভাবে স্টোকসকে নিয়ে মাতামাতি করে থাকে, ততটা হয় না তার নিজের বেলায়। আইসিসি র‌্যাংকিংয়ের শীর্ষে থেকেও নিজের প্রাপ্য সম্মানটা পান না বলে খানিক অনুযোগও রয়েছে হোল্ডারের।

অনলাইন আপডেট

আর্কাইভ