বৃহস্পতিবার ০২ মে ২০২৪
Online Edition

ইবনে সিনা কুমিল্লায় ফার্মাসিউটিক্যালস প্রতিনিধিগণের সাথে মতবিনিময় সভা 

ইবনে সিনা ডায়াগনোস্টিক এন্ড কনসালটেশন সেন্টার কুমিল্লা শাখার উদ্যোগে কুমিল্লা অঞ্চলের গুরুত্বপূর্ণ ফার্মাসিউটিক্যালস কোম্পানির প্রতিনিধিগণের সাথে এক মতবিনিময় সভা গত বুধবার অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইবনে সিনা ট্রাস্টের জিএম এন্ড হেড অব মার্কেটিং এ.এন.এম তাজুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন ইবনে সিনা কুমিল্লা শাখার এডমিন ইনচার্জ এ.এস.এম গোলাম মর্তুজা। ফার্মাসিউটিক্যালস প্রতিনিধিগণের পক্ষ থেকে বক্তব্য রাখেন কুমিল্লা আর এস এম ফোরামের প্রেসিডেন্ট মহিউদ্দিন জিলানী ও সেক্রেটারী দেলোয়ার হোসেন।

সভাপতির বক্তব্যে তাজুল ইসলাম বলেন, সর্বাধুনিক প্রযুক্তির মেশিনারিজ, বিশেষজ্ঞ চিকিৎসক ও দক্ষ জনশক্তির সমন্বয়ে ইবনে সিনা কুমিল্লা সেন্টারটি প্রতিষ্ঠিত হয়েছে। যা স্বাস্থ্যসেবা প্রদানের ক্ষেত্রে বৃহত্তর কুমিল্লার সর্বস্তরের মানুষের আস্থা অর্জনে সক্ষম হবে ইনশাআল্লাহ্। তিনি আরো বলেন, ইবনে সিনা যেমন মানুষের মৌলিক চাহিদাগুলোর মধ্যে স্বাস্থ্য ও শিক্ষা নিয়ে কাজ করছে তেমনি ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলোও মানুষের স্বাস্থ্য সেবায় গুরুত্বপূর্ণ কাজ করছে। তাই সমাজের সচেতন মানুষ হিসেবে ইবনে সিনাকে এগিয়ে নেয়ার ক্ষেত্রে ফার্মাসিউটিক্যালস প্রতিনিধিদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। 

তিনি করোনা দুর্যোগের মধ্যেও উপস্থিতির জন্য সবাইকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে কুমিল্লা অঞ্চলের ৩০টি গুরুত্বপূর্ণ ফার্মাসিউটিক্যালস কোম্পানির প্রতিনিধিগণসহ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইবনে সিনা কুমিল্লা শাখার একাউন্টস ইনচার্জ মো: আমিরুল ইসলাম, কুমিল্লা জোন মার্কেটিং ইনচার্জ মো: শাহজাহান মন্ডল, এসিস্ট্যান্ট ম্যানেজার এডমিন মু. আব্দুল্লাহ আল হাসান, কুমিল্লা জোন কর্পোরেট মার্কেটিং ইনচার্জ আতাউল্লাহ তমাল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি

অনলাইন আপডেট

আর্কাইভ