শনিবার ১৮ মে ২০২৪
Online Edition

লেবাননে নতুন সরকার গঠনের আলোচনা সোমবার

বৈরুত থেকে রয়টার্স : লেবাননে সরকার পতনের পর নতুন সরকার গঠন নিয়ে সোমবার আনুষ্ঠানিক আলোচনা শুরু করবেন প্রেসিডেন্ট মিশেল সোলায়মান। সোমবার দুপুরে এ আলোচনা শুরু হবে বলে সাংবাদিকদের জানিয়েছেন লেবাননের পার্লামেন্টের স্পিকার নাবিহ বেরি। প্রেসিডেন্টের সঙ্গে আলোচনার পর তিনি একথা জানান।এর আগে সাদ আল-হারিরিকে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসাবে নেতৃত্বে থাকার অনুরোধ জানান প্রেসিডেন্ট মিশেল। বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত হারিরিকে তত্ত্বাবধায়ক সরকার প্রধান হিসাবে দায়িত্ব চালিয়ে যেতে বলেছেন। সংবিধান অনুযায়ী, পার্লামেন্টের সদস্যদের সঙ্গে আলোচনার পরই নতুন সরকার গড়তে একজন প্রধানমন্ত্রী মনোনীত করতে পারেন প্রেসিডেন্ট। কিন্তু আলোচনায় কত সময় লাগবে তা এখনো পরিষ্কার বোঝা যাচ্ছে না। বুধবার লেবাননের জোট সরকার থেকে শিয়াপন্থী হিজবুল্লাহ ও এর মিত্র রাজনৈতিক দলগুলোর ১১ মন্ত্রী পদত্যাগ করলে প্রধানমন্ত্রী সাদ আল হারিরির নেতৃত্বাধীন ঐকমত্যের সরকারের পতন ঘটে। ২০০৯ সালে ক্ষমতা গ্রহণের মাত্র ১৪ মাসের মাথায় তার সরকারের পতন ঘটলো। ২০০৫ সালে রফিক হারিরির হত্যাকান্ডে হিজবুল্লাহ সদস্যরা জড়িত- জাতিসংঘ ট্রাইব্যুনালের তদন্তে এমন অভিযোগ উঠে আসার আভাস পাওয়ার পর পরই হিজবুল্লাহ ও তার মিত্ররা মন্ত্রিসভা থেকে পদত্যাগের সিদ্ধান্ত নেয়। তারা এমন সময়ে পদত্যাগের ওই ঘোষণা দেন যখন ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে বৈঠক করছিলেন লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরি। তবে হোয়াইট হাউসে ওবামার সঙ্গে বৈঠকের পর সরকার পতন সম্পর্কে সাদ হারিরির কোনো মন্তব্য পাওয়া যায়নি।

অনলাইন আপডেট

আর্কাইভ