বৃহস্পতিবার ০২ মে ২০২৪
Online Edition

ব্যাটারদের কাঠগড়ায় তুললেন ব্রড 

অস্ট্রেলিয়ার কাছে প্রথম তিন টেস্ট হেরে ইতোমধ্যে চলমাল অ্যাশেজ সিরিজ হাতছাড়া করেছে ইংল্যান্ড। সিরিজ তো হাতছাড়া হয়েছেই, কোন ম্যাচেই লড়াইয়ে ছিটেফটাও দেখা পারেনি ইংলিশ ক্রিকেটাররা। বিশেষভাবে ইংল্যান্ডের ব্যাটারদের ব্যর্থতাই বেশি চোখে পড়ছে ইংল্যান্ড পেসার স্টুয়ার্ট ব্রডের। তিনি জানান, সিরিজে ব্যাটাররা সম্পূর্ণ ব্যর্থ। কোন ইনিংসেই ৩শ রান করতে পারেনি দল। কোন ব্যাটারই সেঞ্চুরি করতে পারেননি। দলের স্কোরও বড় পায়নি। সিরিজের প্রথম তিন ম্যাচের কোন ইনিংসেই ৩শ রান করতে পারেনি ইংল্যান্ড। ইংলিশদের রানগুলো ছিলো এমন- ১৪৭, ২৯৭, ২৩৬, ১৯২, ১৮৫ ও ৬৮। অধিনায়ক জো রুট ৩টি হাফ-সেঞ্চুরি ও ডেভিড মালান ২টি হাফ-সেঞ্চুরি করেন। সিরিজে  এ পর্যন্ত রুট ২৫৩ রান ও মালান ২০২ রান করেছেন । ইংল্যান্ডের পক্ষে এই দু’জনেরই সর্বোচ্চ রান। ব্যাটারদের মত বোলাররাও খুব বেশি সুবিধা করতে পারেনি। ওলি রবিনসন সর্বোচ্চ ৯ উইকেট নেন। দলের দুই সেরা পেসার জেমস এন্ডারসন ২টি ও ব্রড ১টি মাত্র টেস্ট এই সিরিজে খেলতে পারেন। কিন্তু ব্রডের চোখে, চলমান সিরিজ হারের জন্য ব্যাটাররাই দায়ী। তিনি বলেন, ‘এই সফর নিয়ে অনেক কথাই বলা যায়। কিন্তু টেস্ট ক্রিকেটে প্রথম ইনিংসের রানই আপনাকে টিকিয়ে রাখে। কিন্তু সিরিজে আমরা তা করতে ব্যর্থ হয়েছি।’ ব্যাটারদের দিকে আঙ্গুল তুলে ব্রড আরও বলেন, ‘কোন বোলার খেলাচ্ছেন, সেটি গুরুত্বপূর্ণ নয়, আপনি যদি ১৪০ রানে অলআউট হয়ে যান। সেটি একটু নিষ্ঠুর শোনাতে পারে কিন্তু টেস্ট ক্রিকেটে, এটাই সত্য।’ চলমান চতুর্থ টেস্টের প্রথম ইনিংস ব্যাটাররা ভালো করবে বলে মনে করেন ব্রড। তিনি বলেন, ‘আমরা আরও একটা সুযোগ পাচ্ছি। আশা করি, চলমান টেস্টের প্রথম ইনিংসে কেউ সেঞ্চুরি করে এখানে বসবে এবং ইতিবাচক প্রশ্নের উত্তর দিবে।’ ইতোমধ্যে সিডনি টেস্টের প্রথম ইনিংসে ইংল্যান্ডের হয়ে সেঞ্চুরি করেছেন জনি বেয়ারস্টো। এই সফরে ইংল্যান্ডের কোন ব্যাটারের এটি প্রথম সেঞ্চুরি। এই টেস্টের প্রথম ইনিংসে ১০১ রানে ৫ উইকেট নেন ব্রড। ইন্টারনেট। 

অনলাইন আপডেট

আর্কাইভ