বৃহস্পতিবার ০২ মে ২০২৪
Online Edition

বাংলাদেশের ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্সের পদত্যাগ

স্পোর্টস রিপোর্টার : দক্ষিণ আফ্রিকার অ্যাশওয়েল প্রিন্সকে আর ব্যাটিং কোচের পদে রাখবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড, এটা অনেটাই নিশ্চিত ছিল। তার পরিবর্তে বাংলাদেশ দলের ব্যাটিং পরামর্শক হিসেবে এরই মধ্যে ঢাকা পৌঁছেছেন জাতীয় দলের সাবেক অস্ট্রেলিয়ান কোচ জেমি সিডন্স। তবে বিসিবির সঙ্গে চুক্তি শেষ হওয়ার আগেই আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ দলের ব্যাটিং কোচের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন অ্যাশওয়েল প্রিন্স। গতকাল থেকেই এই পদত্যাগ কার্যকর হবে বলে জানিয়েছেন তিনি। দক্ষিণ আফ্রিকার গণমাধ্যম ইন্ডিপেন্ডেন্ট অনলাইন (আইএলও) জানিয়েছে এ খবর। এর অর্থ চলতি মাসে আফগানিস্তানের বিপক্ষে সিরিজে এবং আগামী মার্চে দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশ দলের সঙ্গে থাকছেন না প্রিন্স। দক্ষিণ আফ্রিকার হয়ে ১১৯ ম্যাচ খেলা অ্যাশওয়েল প্রিন্স রাসেল ডোমিঙ্গোর কোচিং স্টাফের বহরে যোগ দেন গত বছর জুলাইয়ে। শুরুতে জিম্বাবুয়ে সফরের সময় এই সাবেক প্রোটিয়া ব্যাটার বাংলাদেশ দলের সঙ্গে শর্ট-টার্মে যোগ দেন। 

এরপর তাকে স্থায়ী ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়। তার চুক্তি শেষ হওয়ার কথা ছিল চলতি বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত্। দক্ষিণ আফ্রিকার মিডিয়া জানায়, পরিবারের সঙ্গে বেশি সময় কাটানোর জন্যই মূলত বাংলাদেশের ব্যাটিং কোচের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন প্রিন্স। তিনি বিয়ে করেন মেলিসা কিস্টেনসামিকে এবং তাদের সংসারে তিনটি ছেলে রয়েছে। গত কয়েক সপ্তাহের মধ্যে বাংলাদেশের কোচিং প্যানেল থেকে পদত্যাগ করা দ্বিতীয় কোচ। এর আগে নিউজিল্যান্ড সফরের পরপরই বাংলাদেশ দলের বোলিং কোচের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন ওটিস গিবসন। তিনি যোগ দেন ইংলিশ কাউন্টি ক্রিকেটের দল ইয়র্কশায়ারের প্রধান কোচ হিসেবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জানিয়েছে, প্রিন্সের সরে দাঁড়ানো আকস্মিক সিদ্ধান্ত। পারিবারিক কারণ দেখিয়ে বিসিবিতে পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি। ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বললেন, ‘আমরা তার (প্রিন্স) পদত্যাগের মেইল পেয়েছি। কারণটা পারিবারিক।’ খবরটি  নিশ্চিত করেছেন বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজনও। তিনি বলেছেন, ‘তার কাছ থেকে ইমেইল পেয়েছি। এখনও কোনো সিদ্ধান্ত নেইনি। বোর্ডের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত জানাবো।’তবে তার পদত্যাগ নিয়ে এখনি কোনো মন্ত্ব্য করতে চায় না বোর্ড। আলোচনার পর নিজেদের সিদ্ধান্ত জানাবে বিসিবি।

অনলাইন আপডেট

আর্কাইভ