রবিবার ১৯ মে ২০২৪
Online Edition

আরচ্যারীর ন্যাশনাল ইয়ুথ ট্রায়াল অনুষ্ঠিত

স্পোর্টস রিপোর্টার : টঙ্গিস্থ আরচ্যারী প্রশিক্ষণ কেন্দ্র শহীদ আহসান উল্লাহ্ মাস্টার স্টেডিয়ামে ‘ন্যাশনাল ইয়ুথ ট্রায়াল-১’ অনুষ্ঠিত হয়। তিনটি ইয়ুথ ট্রায়ালের মধ্যে এটি প্রথম। ১ম ট্রায়ালে রিকার্ভ ও কম্পাউন্ড ডিভিশনে ২টি ক্যাটাগরিতে ৩৩জন আরচ্যার অংশগ্রহণ করেছেন। তাদের মধ্যে অনূর্ধ্ব-১৮ ক্যাটাগরিতে রিকার্ভ পুরুষ সেকশনে আব্দুর রহমান আলিফ (বিকেএসপি) ৬৫৮ স্কোর করে প্রথম ও মো. সাগর ইসলাম (বিকেএসপি) ৬৫৪ স্কোর করে দ্বিতীয় হন। অনূর্ধ্ব-১৮ ক্যাটাগরিতে রিকার্ভ মহিলা সেকশনে ফামিদা সুলতানা নিশা (বিকেএসপি) ৬১৭ স্কোর করে প্রথম ও উম্যা চিং মারমা ৬১১ স্কোর করে দ্বিতীয় হন। অনূর্ধ্ব-১৮ ক্যাটাগরিতে কম্পাউন্ড পুরুষ সেকশনে মো. আসিফ মাহমুদ (বিকেএসপি) ৬৭৫ স্কোর করে প্রথম ও শ্রী তপু রায় ৬৭৪ স্কোর করে দ্বিতীয় হন। অনূর্ধ্ব-১৮ ক্যাটাগরিতে কম্পাউন্ড মহিলা সেকশনে উর্মি খাতুন (বিকেএসপি) ৬৫৫ স্কোর করে প্রথম হন। অনূর্ধ্ব-২১ ক্যাটাগরিতে রিকার্ভ পুরুষ সেকশনে মিশাদ প্রধান (বিকেএসপি) ৬৩১ স্কোর করে প্রথম ও আফজাল হোসেন (বাংলাদেশ আনসার) ৬২৯ স্কোর করে দ্বিতীয় হন। অনূর্ধ্ব-২১ ক্যাটাগরিতে রিকার্ভ মহিলা সেকশনে দিয়া সিদ্দিকী (বিকেএসপি) ৬৪৩ স্কোর করে প্রথম এবং মোসাম্মৎ রাবেয়া খাতুন (বাংলাদেশ বিমান বাহিনী) ৫১৯ স্কোর করে দ্বিতীয় হন। অনূর্ধ্ব-২১ ক্যাটাগরিতে কম্পাউন্ড পুরুষ সেকশনে হিমু বাছাড় ৬৮৮ স্কোর করে প্রথম এবং ইয়াসির আরাফাত (বিকেএসপি) ৬৬৪ স্কোর করে দ্বিতীয় হন। অনূর্ধ্ব-২১ ক্যাটাগরিতে কম্পাউন্ড মহিলা সেকশনে লামিয়া ইসলাম (বাংলাদেশ আনসার) ৬৬৪ স্কোর করে প্রথম ও পুস্পিতা জামান (বিকেএসপি) ৬৫৩ স্কোর করে দ্বিতীয় হন। আজ বৃহস্পতিবার ৫ম ইসলামিক সলিডারিটি গেমস এবং ১৯তম এশিয়ান গেমসের দল গঠনের লক্ষ্যে ১ম ট্রায়াল অনুষ্ঠিত হবে।

অনলাইন আপডেট

আর্কাইভ