রবিবার ১৯ মে ২০২৪
Online Edition

টি-টুয়েন্টি র‌্যাঙ্কিংয়ে সেরা দশে শাহীন আফ্রিদি

র‌্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বোলারদের টি-টুয়েন্টি র‌্যাঙ্কিংয়ে সেরা দশে প্রবেশ করেছেন শাহীন শাহ আফ্রিদি। অস্ট্রেলিয়ার বিপক্ষে একমাত্র টি-টুয়েন্টিতে ২১ রানে ২ উইকেট শিকার করে র‌্যাঙ্কিংয়ে চার ধাপ এগিয়ে এখন দশে অবস্থান করছেন এই পাকিস্তানি পেসার। সংক্ষিপ্ত ফরম্যাটের বোলাদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন দক্ষিণ আফ্রিকার তাবরাইজ শামসির (৭৮৪ রেটিং)। দুই থেকে তিনে নেমে গিয়েছেন অস্ট্রেলিয়ার পেসার জস হ্যাজলউড (৭৩৭ রেটিং)। ৭৪৬ রেটিং নিয়ে দুই নম্বরে আছেন ইংল্যান্ডের লেগ স্পিনার আদিল রশিদ। চারে ৭১৯ রেটিং নিয়ে আছেন অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পা, পাঁচে ৭১৪ রেটিং নিয়ে আছেন আফগানিস্তানের রশিদ খান। রশিদ থেকে ২৭ রেটিং কম ছয়ে থাকা শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গার। হাসারাঙ্গার পর রয়েছেন যথাক্রমে দক্ষিণ আফ্রিকার এনরিখ নর্তিয়ে, আফগানিস্তানের মুজিব উর রহমান এবং বাংলাদেশের নাসুম আহমেদ। ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন পাকিস্তানের বাবর আজম। তবে তার সতীর্থ মোহাম্মদ রিজওয়ান এক ধাপ নিচে নেমে চলে এসেছেন তিন নম্বরে। দ্বিতীয় স্থানে বর্তমানে আছেন দক্ষিণ আফ্রিকার এইডেন মার্করাম। অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ের প্রথম পাঁচে ঢুকে গিয়েছেন নামিবিয়ার জে জে স্মিট। এছাড়া সেরা দশে ঢুকেছেন নেপালের দীপেন্দ্র সিং। মালয়েশিয়া ও পাপুয়া নিউ গিনির বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে অলরাউন্ডিং নৈপুণ্য দেখিয়ে দশ ধাপ এগিয়েছেন তিনি। অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে আছেন আফগানিস্তানের মোহাম্মদ নবী। দ্বিতীয় স্থানে রয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান। টেস্ট র‌্যাঙ্কিংয়ে উন্নতি ঘটেছে দক্ষিণ আফ্রিকার স্পিনার কেশব মহারাজের। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে ১৬ উইকেট শিকার করা মহারাজ বোলারদের র‌্যাঙ্কিংয়ে এখন ২১ নম্বরে। ইন্টারনেট।

অনলাইন আপডেট

আর্কাইভ