রবিবার ১৯ মে ২০২৪
Online Edition

জিততেই আজ কলকাতা যাচ্ছে ঢাকা আবাহনী

স্পোর্টস রিপোর্টার: ঢাকায় শেষ মুহূর্তে  জম্পেস অনুশীলন করেই  এএফসি কাপের প্লে অফ ম্যাচ খেলতে আজ শনিবার সকালে কলকাতার উদ্দেশ্যে দেশ ছাড়বে ঢাকা আবাহনী। বিগত সময়ে ভারতে আবাহনীর বিদেশি ফুটবলারের ভিসা নিয়ে জটিলতা হলেও এবার কোনো সমস্যা হয়নি। খেলোয়াড়, কোচিং স্টাফ, কর্মকর্তা মিলিয়ে ৩০ জনের বেশি কলকাতার উদ্দেশ্যে রওনা হবে। মোহনবাগান আগের ম্যাচে শ্রীলঙ্কার ব্লু স্টারকে ৫-০ গোলে হারিয়েছে। ১৯ এপ্রিল ঢাকা আবাহনী ও মোহনবাগানের মধ্যকার ম্যাচের জয়ী দল মূল পর্বে খেলবে। ১৮-২৪ মে এএফসি কাপের ডি গ্রুপের মূল পর্ব হবে কলকাতাতেই। সেখানে সরাসরি জায়গা নিশ্চিত করা তিন দল বসুন্ধরা কিংস, গোকুলাম কেরালা ও মাজিয়া স্পোর্টস। ২০১৭ সালে এএফসি কাপের অ্যাওয়ে ম্যাচে কলকাতায় মোহনবাগানের বিপক্ষে খেলেছিল আবাহনী। সেই ম্যাচে ৩-১ গোলে হেরেছিল বাংলাদেশের ক্লাবটি। এবার প্লে অফ ম্যাচটি এক লেগ হওয়ায় এই ম্যাচে বিজিত দল ছিটকে পড়বে টুর্নামেন্ট থেকে। নির্ধারিত সময়ে ম্যাচটি ড্র থাকলে অতিরিক্ত সময়ে গড়াবে খেলা। সেখানেও অমীমাংসিত থাকলে টাইব্রেকারে ম্যাচের ফলাফল নিষ্পত্তি হবে। মোহনবাগান আগের প্লে অফ খেললেও আবাহনীকে খেলতে হয়নি ভ্যালেন্সিয়া না আসায়। আবাহনী এএফসি কাপের জন্য স্বাধীনতা সংঘ থেকে বিদেশি ফুটবলার নিয়েছে। ভ্যালেন্সিয়ার ম্যাচটি না হওয়ায় সেই ফুটবলারকে ম্যাচে পরখ করার সুযোগ পাননি আবাহনীর পর্তুগিজ কোচ ম্যারিও ল্যামোস। ৩৫ বছর বয়সী কোচ মারিও লেমসও দল নিয়ে বেশ আশাবাদী। বিশেষ করে, আগের চেয়ে বর্তমান দলটি বেশ শক্তিশালী। স্থানীয়দের পাশাপাশি বিদেশি সংগ্রহ অনেক ভালো। তাই পর্তুগিজ কোচ বলেছেন, ‘আমরা কলকাতার ম্যাচটিতে জেতার জন্যই যাবো। দলের সবাই সেভাবে প্রস্তুতি নিচ্ছে। আগের চেয়ে দল বেশ ব্যালেন্সড। আশা করছি, সমর্থকদের নিরাশ করবো না। ইতিবাচক ফল নিয়েই দেশে ফিরতে পারবো। তবে যুবভারতী স্টেডিয়ামে মোহনবাগানকে হারানো যে কঠিন, তা মানছেন আবাহনী কোচ, ‘মোহনবাগানের খেলা দেখেছি। এএফসি কাপে আগের ম্যাচে শ্রীলঙ্কার ব্লু স্টারের বিপক্ষে ওদের একচেটিয়া আধিপত্য ছিল। পজেশনাল ফুটবল খেলে তারা। কলকাতার দলটিতে হারানো কঠিন। তবে অসম্ভব কিছু নয়। 

অনলাইন আপডেট

আর্কাইভ