ঢাকা,মঙ্গলবার 30 April 2024, ১৭ বৈশাখ ১৪৩০, ২০ শাওয়াল ১৪৪৫ হিজরী
Online Edition

ইউক্রেনের পরমাণু কেন্দ্রে সামরিক ঘাঁটি করার অভিযোগ অস্বীকার রাশিয়ার

সংগ্রাম অনলাইন ডেস্ক: ইউক্রেনের জাপোরিজঝিয়া পরমাণু কেন্দ্র আগেই নিয়ন্ত্রণে নিয়েছে রুশ বাহিনী। এবার সেই পরমাণু কেন্দ্র সামরিকঘাঁটি বানিয়ে সেখান থেকেই মিসাইল হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন।

সোমবার সেই অভিযোগ সরাসরি নাকচ করে দিয়েছে রাশিয়া। জাতিসংঘে নিযুক্ত রুশ মিশন জানিয়েছে, রাশিয়া জাপোরিজঝিয়া পরমাণু কেন্দ্রকে সামরিকঘাঁটি বানায়নি।

এক বিবৃতিতে রুশ মিশন বলেছে, জাপোরিজঝিয়ায় কোনো ধরনের সামরিক অস্ত্রশস্ত্র মোতায়েন করা হয়নি, সেখানে কেবল কিছু সেনা রয়েছে। তারা এই ওই পরমাণু বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে।

রাশিয়ার অভিযোগ, যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের সহায়তা নিয়ে পরমাণু বিদ্যুৎকেন্দ্রে অঘটন ঘটিয়ে রাশিয়াকে ফাঁসাতে চাইছেন ইউক্রেনের জাতীয়তাবাদীরা।

অনলাইন আপডেট

আর্কাইভ