ঢাকা, রোববর 19 May 2024, ৫ জ্যৈষ্ঠ ১৪৩০, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী
Online Edition

গাজীপুরে ফিলিং স্টেশনে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ১ জনের মৃত্যু

সংগ্রাম অনলাইন ডেস্ক: গাজীপুর গাছা বড়বাড়ি এলাকায় একটি সিএনজি ফিলিং স্টেশনে সিলিন্ডারে গ্যাস ভরার সময় বিস্ফোরণে দগ্ধ হয়ে চিকিৎসাধীন ৫ জনের একজন মারা গেছেন।

আজ শুক্রবার সকাল ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় আতিকুল ইসলাম মিঠু (২৫) রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যায়।

ইনস্টিটিউটের মেডিকেল কর্মকর্তা ডা. শুভ দেবনাথ সংবাদ মাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, 'মিঠুর শরীর শতভাগ দগ্ধ হয়েছিল। তিনি সকালে মারা গেছেন। অপর দগ্ধ ব্যক্তি— আনোয়ারুল ইসলাম (২৭), আল আমিন (২৫) সিরাজুল ইসলাম টুটুল (২৫) ও পারভেজের (৩৩) অবস্থা আশংকাজনক।'

মৃত মিঠুর বাড়ি মৌলভীবাজার সদর উপজেলায়। বাবা মৃত ফজলু মিয়া। স্ত্রী ও এক ছেলেকে নিয়ে তিনি গাজীপুরে থাকতেন।

গতকাল বৃহস্পতিবার (১৩ অক্টোবর) গাজীপুর সিটি করপোরেশনের বড়বাড়ি এলাকায় হাজী ওয়াহিদ ফিলিং স্টেশনে গ্যাস সিলিন্ডারবাহী একটি কাভার্ডভ্যানে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ পাঁচজনকে রাত সাড়ে ৮টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

এ প্রসঙ্গে ঐ ঘটনায় দগ্ধ আনোয়ারুল ইসলাম জানান, 'আমি ও আল আমিন গাছা এলাকার 'ফাহিম বয়লার' প্রতিষ্ঠানে ওয়েল্ডিংয়ের কাজ করি। ডিজেলচালিত কাভার্ডভ্যান নিয়ে বড়বাড়ি এলাকার হাজী ওয়াহিদ ফিলিং স্টেশন যাই। ভ্যানটিতে আনুমানিক দেড়শ খালি সিলিন্ডার ছিল।'

'সেগুলোতেই পাম্প থেকে গ্যাস নেওয়ার কথা ছিল' উল্লেখ করে তিনি আরও বলেন, 'গ্যাস নেওয়ার শুরুতেই বিকট এক বিস্ফোরণ ঘটে।'

অনলাইন আপডেট

আর্কাইভ