রবিবার ১৯ মে ২০২৪
Online Edition

আলীকদমে আগুনে পুড়লো ১২ বসতঘর ও দোকান

আলীকদম (বান্দরবান) সংবাদদাতা : গতকাল বৃহস্পতিবার (১৩ অক্টোবর) ভোররাতে বান্দরবানের আলীকদম উপজেলার সদরের খুইল্যা মিয়া পাড়ায় আগুনে পুড়েছে ৫ বসতঘর ও ৭ দোকান। আগুন লাগার প্রায় আধাঘন্টা পর ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিভানো হয়। এতে হতাহত না হলেও সহায়-সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সরেজমিন জানা গেছে, উপজেলার সদরের খুইল্যা মিয়া পাড়ায় বারেক মুন্সির কলোনী হিসেবে পরিচিত একটি দোকান থেকে আগুনে সূত্রপাত হয়। প্রত্যক্ষদর্শী ছৈয়দ আলম জানান, রাত তিনটার সময় তিনি দোকানের পাশে একটি ময়লার স্তূপে আগুন দেখেছিলেন। তবে বাড়ি ও দোকানপ্লটসমুহের মালিক ছেনোয়ারা বেগম এই আগুনকে অন্তর্ঘাতমূলক বলে মনে করছেন। তিনি জানান, তার ক্ষতিসাধিত করতে প্রতিপক্ষ আগুন দিয়েছেন! স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, ভোর সাড়ে ৪টার দিকে আগুনের সূত্রপাত হয়। আগুনে পাঁচটি বসতঘর ও সাতটি দোকান পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে যায়। 

ফায়ার সার্ভিসের সিনিয়র ফায়ার ফাইটার শাহাদাত হোসেন বলেন, আলীকদম ও লামা উপজেলার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। আশপাশে পানির উৎস না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লাগে।

অনলাইন আপডেট

আর্কাইভ