শুক্রবার ১৭ মে ২০২৪
Online Edition

গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২ আহত ৪

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে আজ সোমবার এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত ও ৪ জন আহত হয়েছেন। গুরুতর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গোবিন্দগঞ্জ উপজেলাধীন গোবিন্দগঞ্জ- মহিমাগঞ্জ সড়কের সোনারপাড়া নামক স্থানে আনুমানিক সকাল সাড়ে দশটায় একটি বালুবাহী ট্রাক যাত্রীবাহী একটি অটোবাইককে চাপা দিলে ঘটনাস্থলেই একজন নিহতসহ ৫ জন গুরুতর আহত হয়। আহতদের প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় । সেখানে তাদের অবস্থার অবনতি ঘটলে শহীদ জিয়াউর রহমার মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১ জন মারা যান। নিহতরা হলেন গোবিন্দগঞ্জ উপজেলার শিবপুর ইউনিয়নের উত্তর শোলাগাড়ী গ্রামের আবু বক্কর মন্ডলের স্ত্রী দুলালী বেগম (৫৫)। অপরজন হলেন সাফিয়া খতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রশিদুল ইসলাম রুবেল (৪৫)। রুবেল শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর দেড়টায় মারা যান। দুর্ঘটনার খবরটি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ ইজার উদ্দিন বলেন, ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। এদিকে, রুবেলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সভাপতি ময়েজ উদ্দিন ও সাধারণ সম্পাদক মির্জা মোঃ শওকত জ্জামান প্রধান।

অনলাইন আপডেট

আর্কাইভ