ঢাকা, শুক্রবার 03 May 2024, ২০ বৈশাখ ১৪৩০, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী
Online Edition

বিষ দিয়ে শিকার করা চিংড়ির শুঁটকি ফেলে পালালেন জেলেরা

সংগ্রাম অনলাইন ডেস্ক: সুন্দরবনে বিষ দিয়ে শিকার করা তিন বস্তা চিংড়ির শুঁটকি জব্দ করেছে বন বিভাগ। বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকালে সুন্দরবন পূর্ব বন বিভাগের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের পাশে চারাখালি খাল থেকে এ শুঁটকি জব্দ করে বনরক্ষীরা।

এসময় চারটি টোনাজাল ও তিনটি নৌকা আটক করা হয়। তবে বিষ দিয়ে চিংড়ি শিকারের সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি বন বিভাগ।

পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের এসিএফ (সহকারী বন সংরক্ষক) মাহবুব হাসান বলেন, বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে অসাধু জেলেরা নৌকা, জাল ও শুঁটকি ফেলে গহীন বনে পালিয়ে যায়। তিনটি নৌকায় ছয়জন অসাধু জেলে ছিল। তাদের কাউকে ধরা সম্ভব হয়নি। তবে নৌকা থেকে তিন বস্তা শুঁটকি মাছ জব্দ করা হয়েছে। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে জব্দ শুঁটকি এবং জাল  পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। এ বিষয়ে বন আইনে মামলা করা হয়েছে।

অনলাইন আপডেট

আর্কাইভ