ঢাকা, ‍বৃহস্পতিবার 16 May 2024, ২ জ্যৈষ্ঠ ১৪৩০, ৭ জিলক্বদ ১৪৪৫ হিজরী
Online Edition

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী খাদিজার মুক্তির দাবিতে ঢাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

সংগ্রাম অনলাইন ডেস্ক: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খাদিজাতুল কোবরার মুক্তির দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বুধবার (১২ এপ্রিল) সন্ধ্যায় শিক্ষার্থীরা এই বিক্ষোভ মিছিল করে।

খাদিজাতুল কোবরার মুক্তি ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে র‌্যালিটি টিএসসি চত্বর থেকে শুরু হয়ে ভিসি চত্বর, মল চত্বর, কলা অনুষদ, কেন্দ্রীয় গ্রন্থাগার, শাহবাগ প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

সমাবেশে বিক্ষোভকারীরা ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহারের প্রতিবাদে স্লোগান দেন।

গত বছর, একটি ‘বিতর্কিত টক শো’ সঞ্চালনা করার জন্য খাদিজাতুলকে ডিজিটাল নিরাপত্তা আইনে (ডিএসএ) গ্রেফতার করা হয়েছিল।

তার বন্ধু ও আইনজীবীরা জানিয়েছেন, গুরুতর অসুস্থ হওয়া সত্ত্বেও তাকে জামিন দেয়া হয়নি।

সূত্র : ইউএনবি

অনলাইন আপডেট

আর্কাইভ