সোমবার ২৯ এপ্রিল ২০২৪
Online Edition

বিনা কারণে হাত-পা ঝিনঝিন করে? হার্ট ঝুঁকির মুখে নেই তো?

হৃদরোগ নিঃশব্দ ঘাতক। তাই আগে থেকে সতর্ক হওয়া প্রয়োজন। বিনা কারণে হাত-পা ঝিনঝিন করে? বা আরো কিছু অসুবিধা হচ্ছে? শরীরের বেশ কিছু লক্ষণ দেখলে বসে থাকবেন না, চিকিৎসকের পরামর্শ নিন। হৃদরোগের অন্যতম লক্ষণ হল নখের উপর লাল ও বেগুনি রেখা। খেয়াল রাখবেন চোখের আশেপাশে সাদা বা হলুদ কোনও মাংসপি- বোঝা যাচ্ছে কি না। রক্তে কোলেস্টেরলের পরিমাণ বেশি হলে এই ধরনের সমস্যা হয়। হৃদরোগের লক্ষণ নখের উপর লাল ও বেগুনি রেখাকে চিকিৎসা শাস্ত্রে স্পিøøন্টার হ্যামারেজ বলে। নখের উপরে এই ধরনের দাগ ও অনিয়মিত হৃদস্পন্দন দেখলেই সাবধান হোন। যদি কোনও বাহ্যিক আঘাত ছাড়াই গোড়ালি ফোলে তবে সতর্ক হতেই হবে। ফোলা অংশে হাত দিয়ে চাপলে যদি গর্ত হয়ে যায় তবে আর দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন। কারণ এটি হৃদরোগের অন্যতম লক্ষণ। শুধু গোড়ালিই নয়, আঙুলের ডগায় ফোলা ভাবও কিন্তু জানান দেয় হৃদযন্ত্র ভাল নেই। অনেকসময় নখের বৃদ্ধিও হ্রাস পায়। এটিও মোটেই ভাল লক্ষণ নয়। অনেকসময় হাত-পা বিনা কারণেই ঝিনঝিন করে। স্বাভাবিক রক্ত সঞ্চালন ব্যাহত হলে এই সমস্যা হতে পারে। খেয়াল রাখবেন চোখের আশেপাশে সাদা বা হলুদ কোনও মাংসপি- বোঝা যাচ্ছে কি না। রক্তে কোলেস্টেরলের পরিমাণ বেশি হলে এই ধরনের সমস্যা হয়। হাতের তালু বিবর্ণ হয়ে যাওয়াও ভাল লক্ষণ নয়। হৃদযন্ত্র বা তার পার্শ্ববর্তী রক্তনালীতে সংক্রমণ হলে এই সমস্যা হয়। পা যদি বিনা কারণে অসাড় হয়ে আসে এবং সেই সঙ্গেই ব্যথা অনুভব করলে অবিলম্বে বিশেষজ্ঞর পরামর্শ নিন। তথ্যসূত্র : ইন্টারনেট।

অনলাইন আপডেট

আর্কাইভ