শুক্রবার ০৩ মে ২০২৪
Online Edition

কাজিপুরে প্রচন্ড তাপদাহে জনজীবন অতিষ্ঠ

কাজিপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতা: কাজিপুরে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন। অস্বস্তিকর গরমের মধ্যেই শুরু হয়েছে দফায় দফায় লোডশেডিং। এদিকে দুপুর, সন্ধ্যা, গভীর রাত কিংবা ভোর কোন নিয়মই মানছেনা বিদ্যুতের লুকোচুরি। সেই সাথে যুক্ত হয়েছে মশার উৎপাত। সবমিলিয়ে সীমাহীন কষ্টের মধ্যে সময় কাটাচ্ছে কাজিপুরের মানুষ। তার পরেও সামান্য আরামের জন্য মানুষ চলছে গাছের ছায়ায়, ভ্রাম্যমান শরবতের দোকানগুলোতে। বেলা বাড়ার সাথে সাথে এ তাপমাত্রা আরোও বৃদ্ধি পায়।

সূর্যের প্রখর তাপে সাধারণ মানুষসহ বৃদ্ধও শিশুদের অবস্থা পুরোপুরিভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। সামান্য স্বস্তি ও একটু শীতল পরিবেশের জন্য সবাই ছুটছে গাছের ছায়াতলে। বৃষ্টি না হওয়া আর প্রচন্ড রোদে ঘর থেকে বের হতে পারছে না শ্রমিক, দিনমজুরসহ খেটে খাওয়া সাধারণ মানুষ।

এর ফলে খেটে খাওয়া দীনমজুর মানুষরাই সবচেয়ে দূর্বিসহ জীবনযাপন করছেন। বরইতলা গ্রামের দিনমজুর মোহাম্মাদ আলী জানান, প্রচন্ড গরম তাপদাহের ফলে কাজ না থাকায় দূর্বিসহ জীবন যাপন করছেন। বৃষ্টির জন্য কাজিপুর উপজেলার বিভিন্ন এলাকার মসজিদে মসজিদে মোনাজাত করা হয়েছে।

অনলাইন আপডেট

আর্কাইভ