বুধবার ০১ মে ২০২৪
Online Edition

সড়ক দুর্ঘটনা : নিহত ৩

পাবনা সংবাদদাতা: ঈশ্বরদী-ঢাকা যাত্রীবাহী কোচ সুপার সনি পরিবহনের সুপারভাইজার নিজ বাসের সাথে অন্য ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন।

জানা গেছে, শুক্রবার (২২ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঈশ্বরদী সুপারসনি পরিবহনের সুপারভাইজার আরিফুল ইসলাম (৩৫) নিহত হয়েছেন। সিরাজগঞ্জের সলঙ্গার উলিপুরে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় বাসের চালক হেলপারসহ ১৫ যাত্রী আহত হন। নিহত সুপারভাইজার আরিফুল পাবনার ঈশ্বরদী উপজেলার দাশুডিয়া ইউনিয়নের মুনশিদপুর গ্রামের আব্দুল লতিফের ছেলে। সে স্থানীয়  বঙ্গবন্ধু সৈনিক স্পোর্টিং ক্লাবের সাধারন সম্পাদক ছিলেন। সে সুপারসনি এক্সপ্রেস পরিবহনের ম্যানেজার রেজাউল করিম এর চাচাতো ভাই। বাসের যাত্রী জাতীয় এথলেটিক্স চ্যাম্পিয়ন ঈশ্বরদীর বাঘইলের মেহেদী হাসান আকাশ জানান, ঢাকা থেকে ছেড়ে (ঢাকা-ট-১৫-৬৫১৬) বাসটি ঈশ্বরদী অভিমুখে আসছিল। পথে সিরাজগঞ্জে সলঙ্গায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ওভারটেক করতে গিয়ে সুপারসনি বাসের সাথে মুখোমুখি হয়।

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মোটরসাইকেল দুর্ঘটনায় জসীম উদ্দিন (২৭) নামে সেনাবাহিনীর এক সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় সুমন মিয়া (২২) এক এইচএসসি পরিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন।

সোমবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় কসবা-আখাউড়া সড়কের ফুলতলী নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত জসীম উদ্দিন কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের আদ্রা-অনন্তপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা জজ মিয়ার ছেলে। অপরদিকে, আহত সুমন মিয়া উপজেলার পৌর এলাকার শাহপুর গ্রামের তোতা মিয়ার ছেলে। সুমন মিয়াকে গুরুতর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসাপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, জসীম উদ্দিন মোটরসাইকেলযোগে বাড়ি থেকে কসবা যাচ্ছিলেন। পথিমধ্যে কসবা-আখাউড়া রোডের ফুলতলী নামক স্থানে ভাঙা গর্ত পাস কাটিয়ে যাওয়ার সময় হঠাৎ পড়ে যান তিনি।

ওই সময় বিপরীত দিক থেকে আসা অপর মোটরসাইকেল আরোহী সুমন মিয়া নিয়ন্ত্রণ হারিয়ে জসীম উদ্দিনের ওপর ছিটকে পড়লে ঘটনাস্থলেই প্রাণ হারান সেনাসদস্য জসীম উদ্দিন এবং সুমন গুরুতর আহত হয়।

নিহত জসীম উদ্দিনের পরিবার জানান, জসীম উদ্দিন সেনাবাহিনীতে চাকরি করতেন। তিনি ৫ দিনের ছুটি নিয়ে বাড়িতে আসেন।

কসবা থানার ওসি (তদন্ত) আব্দুল বাতেন জানান, নিহতের লাশ উদ্ধার করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। ময়নাতদন্ত প্রক্রিয়াধীন।

চকরিয়া : চকরিয়ায় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে মালবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী রোকন উদ্দিন খোকা (৪০) নামে এক ইউপি সদস্য মারা গেছেন। এসময় আহত হয়েছেন অপর আরোহী নিহতের বন্ধু তসলিম উদ্দিন। তাকে স্থানীয় মালুমঘাট মেমোরিয়াল খ্রীস্টান হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

অনলাইন আপডেট

আর্কাইভ