ঢাকা,বৃহস্পতিবার 30 November 2023, ১৫ অগ্রহায়ণ ১৪৩০, ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৫ হিজরী
Online Edition

হরতালের দ্বিতীয় দিনেও গাজীপুর মহানগরে জামায়াতের বিক্ষোভ

গাজীপুর মহানগর সংবাদদাতা: সরকারের পদত্যাগ, জামায়াতের আমীর ডা. শফিকুর রহমানসহ সকল রাজবন্দীর মুক্তি, কেয়ারটেকার সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা এবং আজ্ঞাবহ নির্বাচন কমিশন ঘোষিত তফসিল বাতিলের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী আহুত ৪৮ ঘন্টার লাগাতার হরতালের ২য় দিনে গাজীপুর মহানগর জামায়াতের উদ্যোগে নগরীর জয়দেবপুর এবং কোনাবাড়ি এলাকায় শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল ও পিকেটিং কর্মসুচি পালন করা হয়। গাজীপুর  মহানগর জামায়াতের মজলিশে শুরার সদস্য মো: মাসুম বিল্লাহর  নেতৃত্বে মেট্টো অঞ্চলে কর্মসূচি পালিত হয়। অন্যানের মাঝে ছিলেন  মো: জাহিদ, ছাত্র নেতা মো: নাজমুল হাসান প্রমুখ। এছাড়া সকালে  কোনাবাড়ি  কলেজ গেট এলাকায় হরতালের সমর্থনে মিছিল এবং  পিকেটিং হয়। মহানগর মজলিসে শুরার সদস্য মো: কবির হোসেন, আক্তারুল আলম, তাজবুল ইসলাম সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ বক্তব্যে কেয়ারটেকার সরকারের গণদাবি মেনে না নেওয়া এবং পূন: তফসিল ঘোষণা না করা পর্যন্ত আন্দোলন চলমান রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। #

অনলাইন আপডেট

আর্কাইভ