শনিবার ১৮ মে ২০২৪
Online Edition

শ্রেষ্ঠত্ব ধরে রাখার মিশনে ইমরানুর ঢাকায়

স্পোর্টস রিপোর্টার: গত বছরের শেষ সময়ে জাতীয় সামার অ্যাথলেটিকস করার কথা ছিল ফেডারেশনের। নানা কারণে তা হয়ে উঠেনি। এবার সামারের জায়গায় হচ্ছে জাতীয় অ্যাথলেটিকস। দুইদিন ব্যাপী সেই আসরে অংশ নেওয়ার জন্য ঢাকায় এসে আগেই অনুশীলন শুরু করে দিয়েছেন লন্ডনে জন্ম ও বেড়ে ওঠা ইমরানুর রহমান। এবারও শত মিটার স্প্রিন্টের শ্রেষ্ঠত্ব ধরে রাখার মিশনে ৩০ বছর বয়সী অ্যাথলেট। আজ শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এবারের জাতীয় চ্যাম্পিয়নশিপে ৪০ ইভেন্টে চার শতাধিক অ্যাথলেট অংশগ্রহণ করতে যাচ্ছেন। বঙ্গবন্ধু স্টেডিয়াম এখনও সংস্কার চলায় শনিবার শুধু আর্মি স্টেডিয়ামে হবে হ্যামার থ্রো। লন্ডন প্রবাসী দেশের দ্রুততম মানব ইমরানুর বলেছেন, ‘ঢাকায় এসেছি আমি। শত মিটার স্প্রিন্টের শিরোপা ধরে রাখতে চাই, যেন ইরানে এশিয়ান ইনডোরে ভালোভাবে অংশ নিতে পারি।’ জাতীয় অ্যাথলেটিকস শুরু নিয়ে সংবাদ সম্মেলনও হয়েছে বৃহস্পতিবার। অ্যাথলেটরা নতুন ট্র্যাকের জন্য মুখিয়ে আছেন বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুর রকিব মন্টু, ‘প্রত্যেক অ্যাথলেট খুব অপেক্ষায় আছেন এই মিটের জন্য। আমরাও প্রস্তুত। এবারের প্রতিযোগিতায় ফটোফিনিশিং, ইলেকট্রনিক টাইমিং সবই থাকছে। এজন্য ট্যাকনিক্যাল অফিসারের সংখ্যাও বেশি। আগের চেয়ে ভালোভাবে জাতীয় আসর হবে বলে আমার বিশ্বাস।’ তবে সংবাদ সম্মেলনে গত বছর শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা নিয়ে আয়োজকদের ব্যাখ্যা দিতে হয়েছে। প্রতিযোগিতায় প্রায় সাড়ে তিন লাখ প্রতিযোগী থেকে ৩৫ জনকে বাছাই করা হয়েছে। তাদের নিয়ে শিগগিরই ট্রেনিং শুরু হবে বলে জানিয়েছেন ফেডারেশনের সহ-সভাপতি মোহাম্মদ জায়েদুল আলম, ‘স্কুল-মাদ্রাসায় পরীক্ষা, নির্বাচন নানা কারণে এটি বিলম্ব হয়েছে। শিগগিরই ট্রেনিং শুরু হবে।’ সাধারণ সম্পাদক মন্টু যোগ করেন, ‘আমাদের ক্যাম্প করার মতো সেই রকম সুযোগ সুবিধাও নেই। বিকেএসপি’তে অনুমতি নিতে হয় আরও আনুষাঙ্গিক নানা সমস্যাও ছিল।’

অনলাইন আপডেট

আর্কাইভ