ঢাকা, মঙ্গলবার 03 December 2024, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৬ হিজরী
Online Edition

মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করলেন মঈন খান

সংগ্রাম অনলাইন: ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। পিটার হাসের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক শেষে বিকাল ৪টায় বের হয়ে আসেন তিনি।

সোমবার (১২ ফেব্রুয়ারি) বিকাল পৌনে ৩টার দিকে বারিধারায় মার্কিন দূতাবাসের কার্যালয়ে যান ড. আব্দুল মঈন খান। ঢাকার মার্কিন দূতাবাসের ফেসবুক পেজ থেকে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। পিটার হাসের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক শেষে বিকাল ৪টায় বের হয়ে আসেন তিনি।

সোমবার (১২ ফেব্রুয়ারি) বিকাল পৌনে ৩টার দিকে বারিধারায় মার্কিন দূতাবাসের কার্যালয়ে যান ড. আব্দুল মঈন খান। ঢাকার মার্কিন দূতাবাসের ফেসবুক পেজ থেকে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

পোস্টে ঢাকার মার্কিন দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, গণতন্ত্র, স্বচ্ছতা, সহনশীলতা, সুশাসন ও মানবাধিকারের প্রতি সম্মান প্রদর্শনের জন্য ঢাকা দূতাবাস প্রতিশ্রুতিবদ্ধ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানের সঙ্গে দেখা হয়ে আমরা আনন্দিত।

এ বিষয়ে বিএনপি নেতা মঈন খান গণমাধ্যমকে জানান, পিটার হাসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হয়েছে। বৈঠকে গণতন্ত্র, মানবাধিকার ও দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।

অনলাইন আপডেট

আর্কাইভ

string(11) "18.97.14.80"