শনিবার ১৮ মে ২০২৪
Online Edition

পদক জয়ী অ্যাথলেটদের বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা

স্পোর্টস রিপোর্টার: ইরানের রাজধানী তেহরানে অনুষ্ঠিত ১১তম এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়শিপে বাংলাদেশ দল একটি রৌপ্য ও একটি ব্রোঞ্জ পদক অর্জন করেছে। কাজাখিস্তানে অনুষ্ঠিত গত আসরে স্বর্ণ জিতলেও এবার পদক জয়ে ব্যর্থ হয়েছেন ইমরান। চ্যাম্পিয়নশিপে অংশ নিতে গত বৃহস্পতিবার দেশ ছেড়েছিল পাঁচ অ্যাথলেট। তবে দুই পদক নিয়ে মঙ্গলবার রাতে দেশে ফিরেছে বাংলাদেশ দল। পদক জয়ী অ্যাথলেটদের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন অ্যাথলেটিকস ফেডারেশনের কর্মকর্তারা।

তবে যার উপর সবার আশা ছিল, সেই ইমরানুর এবার খালি হাতে দেশে ফিরেছেন। এর আগে ১০তম এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়শিপে অংশ নিয়ে ৬০মি. প্রেস্টিজিয়াস ইভেন্টে বাংলাদেশের ইতিহাস গড়ে স্বর্ণজয় করেন ইমরানুর রহমান। এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়শিপে প্রথমবার অংশ নিয়েই রৌপ্য পদক জিতে চমক দেখিয়েছেন জহির রায়হান। ৪০০ মিটার দৌড়ের ফাইনালে জহির রায়হান ৪৮.১০ সেকেন্ড সময় নিয়ে এই কৃতিত্ব দেখিয়েছেন।

এ ছাড়াও হাইজাম্পে ব্রোঞ্জ জিতেছেন মাহফুজুর রহমান। এই তিনজন ছাড়াও এবারের আসরে অংশ নিয়েছিলেন ৬০ মিটার স্প্রিন্টে শিরিন আক্তার ও রাকিবুল হাসান। তারা দুজন ফাইনাল রাউন্ডে উঠতে ব্যর্থ হয়েছেন।

অনলাইন আপডেট

আর্কাইভ