মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪
Online Edition

সিলেটের কুমারগাঁও বিদ্যুৎকেন্দ্রে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

সংগ্রাম অনলাইন: সিলেটের কুমারগাঁও বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে আগুনে লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নেভাতে কাজ শুরু করে। দেড় ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে এসেছে।

আজ সোমবার সকাল সোয়া ৯টার দিকে আগুন লাগার ঘটনা ঘটে।

জানা গেছে, কুমারগাঁও ২২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের পরিত্যক্ত এয়ার ফিল্টারে আগুন লাগে। আগুন লাগার পর থেকে কেন্দ্রের বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে সিলেট ফায়ার স্টেশনের কন্ট্রোল রুম থেকে মামুন জানান, ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। বড় কোনো দুর্ঘটনার আশঙ্কা নেই।

 

অনলাইন আপডেট

আর্কাইভ