সোমবার ২০ মে ২০২৪
Online Edition

বিশ্ব অ্যাথলেটিক্স ডে বাংলাদেশে পালিত হবে ১০ মে

স্পোর্টস রিপোর্টার: বিশ্ব অ্যাথলেটিক্স ফেডারেশন ও তাদের অধীভুক্ত সংস্থাগুলো ৭ মে অ্যাথলেটিক্স ডে হিসেবে পালন করেছে। তবে বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশন এবার দিনটি পালন করবে ১০ মে বিকেএসপিতে। নির্দিষ্ট দিন ছাড়াও সুবিধাজনক দিনে দিবস উদযাপনে শিথিলতা থাকে বিশ্ব ক্লাস সংস্থাগুলোর। বিশ্ব ক্রীড়াঙ্গনে অত্যন্ত জনপ্রিয় খেলা অ্যাথলেটিক্স। বাংলাদেশেও সত্তর-আশির দশকে অনেক দর্শকের সমাগম হতো এই খেলায়। কালের বিবর্তনে অ্যাথলেটিক্স দাপটের পাশাপাশি হারিয়েছে জনপ্রিয়তাও। বাংলাদেশের ক্রীড়াঙ্গনে অ্যাথলেটিক্স রয়েছে বিশেষ জায়গা জুড়ে। ১৯৮৪ সালে বাংলাদেশ প্রথম অলিম্পিকে অংশগ্রহণ করে। একমাত্র ক্রীড়াবিদ ছিলেন স্প্রিন্টার সাইদুর রহমান ডন। দক্ষিণ এশিয়ান গেমসে দ্রুততম মানবের খেতাব এনে দিয়েছিলেন শাহ আলম-বিমলরা।

অনলাইন আপডেট

আর্কাইভ