বুধবার ০১ মে ২০২৪
Online Edition

সংবিধানের পঞ্চদশ সংশোধনী দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দেবে

স্টাফ রিপোর্টার : সংবিধান থেকে আল্লাহর ওপর আস্থা বাদ দিয়ে ধর্মনিরপেক্ষতা প্রতিস্থাপন এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাদ দিয়ে দলীয় সরকারের অধীন নির্বাচনের ব্যবস্থা রেখে সংবিধানের পঞ্চদশ সংশোধনী পাস করার তীব্র নিন্দা জানিয়েছে বিভিন্ন সংগঠন। গতকাল বৃহস্পতিবার প্রদত্ত বিবৃতিতে সংগঠনের নেতৃবৃন্দ বলেন, সংবিধানের পঞ্চদশ সংশোধনী দেশকে সাংবিধানিক নৈরাজ্যের দিকে ঠেলে দেবে। এ সংশোধনী মুক্তিযুদ্ধ ও জাতীয় চেতনার পরিপন্থী। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে সংবিধানের পঞ্চদশ সংশোধনী পাসের প্রতিক্রিয়ায় ইসলামী আন্দোলন এর আমীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বলেন, দেশের সংবিধান কোন দল বা গোষ্ঠীর সম্পদ নয়। অতএব জনমতকে উপেক্ষা করে শুধু সংসদে সংখ্যাগরিষ্ঠতার জোরে একতরফা সংবিধান সংশোধনের এখতিয়ার এই সরকারের নেই।

সংবিধান সংশোধন করে আওয়ামী সরকার যে হঠকারী করেছে দেশবাসী এর সমুচিত জবাব দিবে। পীর সাহেব চরমোনাই বলেন, সংবধান থেকে সর্বশক্তিমান আল্লাহর ওপর পূর্ণআস্থা ও বিশ্বাস তুলে দিয়ে সরকার যে ধৃষ্টতা দেখিয়েছে অচিরেই তাদেরকে এর মাশুল দিতে হবে। দেশের কোন ঈমানদার মুসলমানের পক্ষে সংবিধানের এই পঞ্চদশ সংশোধনী মেনে নেয়া সম্ভব নয়। পীর সাহেব চরমোনাই তার প্রতিক্রিয়ায় আরো বলেন, দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানের কাছে আজ পরিস্কার হয়ে গেছে যে, আওয়ামী লীগের কাছে ঈমান, ইসলাম, কুরআন, মুসলমান ও দেশের কিছুই নিরাপদ নয়। অতএব কোন মুসলমান আর আওয়ামী সরকারের পক্ষে থাকতে পারে না। ক্ষমতাসীন সরকারের হায়াত ফুরিয়ে আসছে মন্তব্য করে পীর সাহেব বলেন, জনবিস্ফোরণের মুখে চরম পরিণতিবরণ করার আগেই মহাজোট সরকারের উচিত এখনই পদত্যাগ করে ক্ষমতা ছেড়ে দেয়া। পীর সাহেব চরমোনাই সংবিধান থেকে আল্লাহর ওপর পূর্ণআস্থা ও বিশ্বাস তুলে দিয়ে পঞ্চদশ সংশোধনী জাতীয় সংসদে পাস করার প্রতিবাদে ৩ জুলাই রোববার ঢাকা মহানগরীতে সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি সফল করার জন্যে নগরবাসীর প্রতি আহবান জানান।

অনলাইন আপডেট

আর্কাইভ