আরও ৫ সংস্কার কমিশন গঠন করে প্রজ্ঞাপন হচ্ছে
সংগ্রাম অনলাইন: রাষ্ট্র সংস্কারে আরও পাঁচটি কমিশন গঠন হচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
আগামী রোববারের মধ্যে এসব কমিশন গঠন করে প্রজ্ঞাপন জারি হবে।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) উপদেষ্টা পরিষদ সভায় আলোচনার বিষয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
প্রজ্ঞাপন জারি হতে যাওয়া সংস্কার কমিশনগুলো হলো স্থানীয় সরকার, গণমাধ্যম, নারী, স্বাস্থ্য ও শ্রম সংক্রান্ত সংস্কার কমিশন।
এর আগে ছয়টি সংস্কারের জন্য কমিশন গঠন করেছিল অন্তর্বর্তী সরকার। আগের ছয়টি কমিশন হলো নির্বাচন ব্যবস্থা, পুলিশ, বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন, জনপ্রশাসন ও সংবিধান সংস্কার কমিশন।