রবিবার ২৮ এপ্রিল ২০২৪
Online Edition

দলীয় বিবেচনায় দেয়া হচ্ছে ১০টি নতুন ব্যাংকের লাইসেন্স

স্টাফ রিপোর্টার : সরকার ১০টি নতুন ব্যাংক অনুমোদন দিচ্ছে। ইতোমধ্যেই সরকার ব্যাংকগুলোর তালিকা বাংলাদেশ ব্যাংকের কাছে পাঠিয়েছে। খুব শিগগিরই বাংলাদেশ ব্যাংক প্রস্তাবিত ব্যাংকগুলোর নামে লাইসেন্স ইস্যুর উদ্যোগ গ্রহণ করবে। যারা লাইসেন্স পাচ্ছেন তাদের সবাই ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রভাবশালী নেতা। বাংলাদেশ ব্যাংক প্রাথমিক বাছাইয়ের পর সরকারের বিবেচনার জন্য ১৬টি ব্যাংকের একটি তালিকা পাঠিয়ে ছিলো অর্থ মন্ত্রণালয়ে। সরকার এর মধ্যে ১০টি ব্যাংককে লাইসেন্স দিতে সুপারিশ করেছে। লাইসেন্স দেয়ার ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা রয়েছে। তারপরও সরকারের ইচ্ছার বাইরে যাবে না বাংলাদেশ ব্যাংক।

সূত্র জানায়, প্রথমে সরকার ৫টি ব্যাংক অনুমোদন দেয়ার বিষয়ে চিন্তা-ভাবনা করছিলো। কিন্তু আবেদনকারীদের প্রত্যেকেই ক্ষমতাসীন দলের প্রভাবশালী ব্যক্তি ও সমর্থক। দলের শীর্ষ পর্যায়ে এক ধরনের রফা হয়েছে বলেই এর লাইসেন্স দেয়া হচ্ছে। নতুন ব্যাংকের লাইসেন্স প্রদান নিয়ে কঠোর গোপনীয়তা অবলম্বন  করছে সরকার। বাংলাদেশ ব্যাংকও এ নিয়ে মুখ খুলছে না। অর্থ মন্ত্রণালয়ের ব্যাংকিং বিভাগের এক কর্মকর্তা জানান, নতুন ব্যাংক দেয়া বাংলাদেশ ব্যাংকের বিষয়।

অনলাইন আপডেট

আর্কাইভ