শুক্রবার ১৭ মে ২০২৪
Online Edition

প্রিমিয়ার ফুটবল লিগের পর্দা নামলো

স্পোর্টস রিপোর্টার : গ্রামীনফোন বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের ষষ্ঠ আসরে চ্যাম্পিয়ন শেখ রাসেল ও রানার্সআপ হয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। চ্যাম্পিয়ন শেখ রাসেলের খেলা আগেই শেষ হয়েছে। বাকি ছিলো কোন দল রানার্সআপ হয় তা চূড়ান্তকরণ। আবাহনীর সাথে লড়াইয়ে ছিলো শেখ জামাল। তাই তো এই ফলাফলের জন্য লিগের শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষায় থাকতে হয়েছে দর্শকদের। গতকাল বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে লিগের শেষ ম্যাচে শেখ জামাল ধানমন্ডি ক্লাব ২-১ গোলে ব্রাদার্স ইউনিয়নকে হারিয়ে আবাহনীকে পিছনে ফেলে রানার্সআপ হয়েছে। প্রথমার্ধে বিজয়ী দল ১-০ গোলে এগিয়ে ছিলো। দলের আক্রমণভাগের ফুটবলার আরিয়াচুকু ও আলফ্রেড একটি করে গোল করেন। অপরদিকে ব্রাদার্সের পক্ষে একটি গোল শোধ দেন এন্ডারসন। বৃষ্টি ভেজা মাঠে এদিনও দর্শক শূন্য গ্যালারিতেই ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে। এই ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামলো এবারের মওসুমের।

সর্বোচ্চ গোলদাতা মরিসন

 

স্থানীয় ফুটবলারদের পেছনে ফেলে লিগে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন ঘানাইয়ান স্ট্রাইকার ওসে মরিসন। মোহামেডানের এই ফুটবলার দলের পক্ষে লিগের সর্বোচ্চ ১২ গোল করেন। যদিও দলকে সম্মানজনক অবস্থানে নিয়ে যেতে পারেননি। ঐতিহ্যবাহী ক্লাবটির এবারের লিগ পঞ্চম স্থানে থেকে শেষ করেছে। দেশের তারকা স্ট্রাইকাররা সেরা গোলদাতা হবার প্রতিযোগিতায় তিন নম্বরেও স্থান পায়নি। মরিসনের পরের দুজনও বিদেশী । গত বছরও সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন গিনির স্ট্রাইকার ইসমাইল বাঙ্গুরা। বিজেএমসির এই ফুটবলার এবার ৯ গোল করে আছেন দ্বিতীয় স্থানে। শেখ জামালের নাইজেরিয়ান ফরোয়ার্ড সানডে চিজোবা করেছেন ৭ গোল। সাত গোল করে স্থানীয়দের মধ্যে শীর্ষে আছেন আবাহনীর স্ট্রাইকার শাখাওয়াত হোসেন রনি। শেখ রাসেলের স্ট্রাইকার জাহিদ হাসান এমিলি করেছেন ৬ গোল। ব্রাদার্সের কিংসলে চিগোজী, শেখ রাসেলের সনি নর্দে, জাহিদ হোসেন ৬টি করে গোল করেছেন। চারটি করে গোল করেছেন বিজেএমসির এলিটা কিংসলে, তকলিস আহমেদ, শেখ জামালের মাইক ওটোজারেরি, সকারের এ্যান্থনি পেলে দো, মুক্তিযোদ্ধার ব্রাজিলিয়ান স্ট্রাইকার ডার্লিংটন ও টাইসন সিলভা ৩টি করে গোল করেছেন।

 

পয়েন্ট টেবিল

 

দল         ম্যাচ       জয়        ড্র          পরাজয়    গোল       পয়েন্ট 

শেখ রাসেল           ১৬         ১২         ২           ২           ৩০/১৪    ৩৮

শেখ জামাল           ১৬         ৯          ৪           ৩          ২১/১০     ৩১

আবাহনী    ১৬         ৮          ৫           ৩          ২৩/১৫     ২৯

বিজেএমসি ১৬         ৭           ৫           ৪           ২৩/১৮    ২৬ 

মোহামেডান           ১৬         ৭           ৪           ৫           ১৭/১৭     ২৫

মুক্তিযোদ্ধা ১৬         ৫           ৪           ৭           ১৪/১৩     ১৯

সকার ক্লাব ১৬         ৩          ৩          ১০         ১৩/২৩    ১২

ব্রাদার্স      ১৬         ২           ৫           ৯          ১৪/২৩     ১১

আরামবাগ ১৬         ৩          ০          ১৩         ৭/২৯      ৯

অনলাইন আপডেট

আর্কাইভ