সোমবার ২০ মে ২০২৪
Online Edition

রাজশাহীর-১ আসনে প্রধান দুই জোটেই ভিআইপি প্রার্থীদের মনোনয়ন লড়াই

রাজশাহী অফিস : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে প্রধান দুই জোটেই ভিআইপি প্রার্থীদের মনোনয়ন লড়াই জমে উঠেছে। এই আসনে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে রয়েছেন ২০ দলীয় জোটের অন্যতম নেতা জামায়াতের অধ্যাপক মুজিবুর রহমান ও বিএনপি’র ব্যারিস্টার আমিনুল হক এবং মহাজোটের প্রধান শরিক আওয়ামী লীগের ওমর ফারুক চৌধুরী ও মতিউর রহমান।                               
প্রধান এই জোট দু’টির মনোনয়ন এখনো চূড়ান্ত না হলেও এই আসনে প্রার্থী হওয়ার লক্ষ্যে নির্বাচন অফিস থেকে বেশ কয়েকজন মনোনয়নপত্র উত্তোলন করেছেন। এর মধ্যে গত ১৫ নবেম্বর মনোনয়নপত্র উত্তোলন করেন জামায়াতে ইসলামী হতে নির্বাচিত সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান। গত মঙ্গলবার বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী  ব্যারিস্টার আমিনুল হকের পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন করা হয়। একই দিন বিকল্প হিসেবে ব্যারিস্টার হকের স্ত্রী আভা হকের জন্যও মনোনয়ন ফরম তোলা হয়। আর গত মঙ্গলবার মনোনয়ন ফরম তোলেন আ’লীগের প্রার্থী জেলা আ’লীগের সভাপতি ওমর ফারুক চৌধুরী। আরো কয়েকজন মনোনয়ন প্রত্যাশী থাকলেও মূলত জামায়াত, বিএনপি ও আ’লীগের সম্ভাব্য প্রার্থীদের কেন্দ্র করেই অনানুষ্ঠানিক প্রচারণা চলছে। মাঠে ঘাটে তৃণমূল নেতাকর্মীদের সাথে কুশল বিনিময় করাসহ ফেস্টুন, ব্যানার ও পোস্টারে ছেয়ে গেছে। এদিকে আ’লীগের প্রার্থীতায় বর্তমান এমপি ওমর ফারুক চৌধুরী এগিয়ে থাকলেও তাঁর দলীয় প্রতিপক্ষও বেশ জোরালো অবস্থান নিয়ে রয়েছে বলে জানা গেছে। এদের মধ্যে আছেন, পুলিশের সাবেক আইজি মতিউর রহমান, মুন্ডুমালা পৌর মেয়র গোলাম রাব্বানী ও সাবেক উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান। মাঠে থাকা এসব প্রার্থীদের মধ্যে প্রধান তিনটি দলের মনোনয়ন প্রত্যাশীরা সবাই এমপি এমনকি মন্ত্রীও হয়েছেন। জামায়াতের অধ্যাপক মুজিবুর রহমান কেন্দ্রীয় নায়েবে আমীর এবং কিছুদিন ভারপ্রাপ্ত আমিরের দায়িত্ব পালন করেন। বেশ কয়েক দফা কারাগারে বন্দী থাকেন বর্তমান সরকারের আমলে। এসব কারণে রাজশাহীর এই আসনটি ভিআইপি আসন হিসেবে চিহ্নিত হয়েছে।  উল্লেখ্য, রাজশাহী-১ আসনে মোট ভোটার সংখ্যা ৩,৮২,৭০৬ জন। এর মধ্যে পুরুষ ১,৮৯,১৯৮ জন এবং মহিলা ১,৯৩,৫০৮ জন। গোদাগাড়ী উপজেলায় মোট ভোটার ২,৩৭,৩৫৫। এর মধ্যে পুরুষ ভোটার ১,১৮,৩৪৬ ও মহিলা ভোটার ১,১৯,০০৯ জন। তানোর উপজেলায় মোট ভোটার ১,৪৫,৩৫১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭০,৮৫২ জন ও মহিলা ভোটার ৭৪,৪৯৯ জন। এ আসনে মোট ভোট কেন্দ্র ১৪৫টি এবং ভোট কক্ষ ৭৬২টি। এর মধ্যে ৩৭৫টি পুরুষদের ও ৩৮৭টি মহিলাদের। গোদাগাড়ী উপজেলায় ভোট কেন্দ্র ৯৪টি এবং ভোট কক্ষ ৪৫০টি। তানোরে ভোট কেন্দ্র ৫১টি এবং ভোট কক্ষ ৩১২টি।

অনলাইন আপডেট

আর্কাইভ