সোমবার ২০ মে ২০২৪
Online Edition

সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ আজিজুর রহমান চৌধুরীর ইন্তিকাল

দিনাজপুর ও বিরামপুর সংবাদদাতা : দিনাজপুর-৬ আসনের (বিরামপুর, নবাবগঞ্জ, ঘোড়াঘাট ও হাকিমপুর উপজেলা) সাবেক জাতীয় সংসদ সদস্য, বিজুল দারুল হুদা কামিল স্নাতকোত্তর মাদরাসার অধ্যক্ষ ও জামায়াত নেতা মাওলানা মোঃ আজিজুর রহমান চৌধুরী ইন্তিকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, ৪ পুত্র ও ১ কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের প্রথম নামাযে জানাযা বিরামপুর উপজেলা চত্বরে বিকাল ৩টায় অনুষ্ঠিত হয়। এরপর বিকাল ৪টায় তার দীর্ঘদিনের কর্মস্থল বিজুল মাদরাসা প্রাঙ্গণে জানাযা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। মরহুমের নামাযে জানাযায় অংশগ্রহণ করেন জামায়াতের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দীন, দিনাজপুর জেলা জামায়াতের আমীর মোঃ আনোয়ারুল ইসলাম, চিরিরবন্দর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আফতাব উদ্দীন মোল্লা, জয়পুরহাট জেলা জামায়াতের আমীর ফজলুর রহমান সাঈদ, নিলফামারী জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ আজিজুল ইসলাম, পাঁচবিবি উপজেলা চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ, বিরামপুর উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু, বিরামপুর পৌর মেয়র আজাদুল ইসলাম, সাবেক পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হোসেন আলী সরকার, সাবেক মেয়র অধ্যাপক আক্কাস আলী, উপজেলা বিএনপির সভাপতি আশরাফ আলী মন্ডল, দিনাজপুর সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল মান্নান, ডাঃ মশিউর রহমান, উপাধ্যক্ষ নুরুল ইসলাম প্রমুখ। এছাড়াও সকল রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ জানাযায় যোগ দেন। হাজার হাজার জনতা প্রখর রোদ উপেক্ষা করে জানাযাপূর্ব সমাবেশের বক্তব্য শোনেন। উল্লেখ্য, তিনি ক্যান্সার, জন্ডিস ও পিত্তথলীতে সমস্যাসহ অন্যান্য রোগে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকার ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালসহ বিভিন্ন স্থানে চিকিৎসা শেষে বিরামপুরস্থ প্রফেসরপাড়ার নিজ বাসভবনে অবস্থান করছিলেন। তিনি ১৯৯১ সালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত ও ২০০১ সালে চারদলীয় ঐক্যজোটের নির্বাচিত সাবেক জাতীয় সংসদ সদস্য ছিলেন। অধ্যক্ষ আজিজুর রহমান চৌধুরী এলাকায় জনহিতকর অনেক কাজের সাথে জড়িত ছিলেন। তিনি বহু প্রতিষ্ঠান গড়ে তোলেন তার এলাকায়। ভারপ্রাপ্ত আমীর ও ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেলের শোক বাংলাদেশ জামায়াতে ইসলামীর রুকন ও সাবেক জাতীয় সংসদ সদস্য মাওলানা আজিজুর রহমান চৌধুরীর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমদ ও ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম শোকবাণী প্রদান করেছেন। শোকবাণীতে নেতৃবৃন্দ বলেন, ‘‘বাংলাদেশ জামায়াতে ইসলামীর রুকন ও সাবেক জাতীয় সংসদ সদস্য মাওলানা আজিজুর রহমান চৌধুরীর ইন্তিকালে আমরা গভীর শোক প্রকাশ করছি। মাওলানা আজিজুর রহমান চৌধুরী অত্যন্ত জনপ্রিয় একজন নেতা ছিলেন। তিনি দিনাজপুর-৬ আসন থেকে দুইবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়ে ঐ এলাকার জনগণের সেবা করে গিয়েছেন। তিনি স্বৈরাচারবিরোধী গণতান্ত্রিক আন্দোলনে ও কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গিয়েছেন। তিনি একটি মাদ্রাসার অধ্যক্ষ হিসেবে ইসলামী শিক্ষা বিস্তার এবং ইসলাম প্রচারেও বিশেষভাবে অবদান রেখে গিয়েছেন। ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনে তিনি অগ্রণী ভূমিকা পালন করে গিয়েছেন। আল্লাহ তার জীবনের সকল নেক আমল কবুল করে তাকে জান্নাতে উচ্চ মর্যাদা দান করুন। আমরা তার শোকসন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং তাদের এ শোক সহ্য করার তাওফিক দেয়ার জন্য আল্লাহর কাছে দেয়া করছি।’’ জেলা নেতৃবৃন্দের শোকবাণী বাংলাদেশ জামায়াতে ইসলামীর রুকন ও সাবেক জাতীয় সংসদ সদস্য মাওলানা আজিজুর রহমান চৌধুরীর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মমতাজ উদ্দিন ও দিনাজপুর জেলা জামায়াতে ইসলামীর আমীর আনোয়ারুল ইসলাম, সেক্রেটারি এডভোকেট মাহবুবুর রহমান ভুট্টো, বিরামপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা এনামুল হক ও সেক্রেটারি মাওলানা আমজাদ হোসাইন আজ এক শোকবাণী প্রদান করেছেন। শোকবাণীতে তারা বলেন, মরহুম মাওলানা আজিজুর রহমান চৌধুরী ছিলেন আল্লাহর দ্বীনের জন্য নিবেদিতপ্রাণ একজন জনপ্রিয় ইসলামী ব্যক্তিত্ব। তিনি সারা জীবন ইসলামী আন্দোলনে জড়িত থেকে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য সংগ্রাম করে গিয়েছেন। আল্লাহ তার সকল খেদমত কবুল করে তাকে জান্নাতে উচ্চ মর্যাদা দান করুন। তারা মরহুমের শোকসন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, আল্লাহ তাদের এ শোক সহ্য করার তাওফিক দান করুন।

অনলাইন আপডেট

আর্কাইভ