শনিবার ০৪ মে ২০২৪
Online Edition

আড়াইশ’ অভিবাসী নিয়ে লিবিয়ার উপকূলে নৌকাডুবি

সংগ্রাম ডেস্ক : ইউরোপগামী অভিবাসীদের বহনকারী একটি নৌকা প্রায় ২৫০ জন যাত্রী নিয়ে লিবিয়ার উপকূলে ডুবে গেছে। এতে বহু যাত্রী মারা গেছে। লিবিয়ার নৌবাহিনীর একজন মুখপাত্র একথা জানিয়েছেন। ত্রিপোলির পূর্বদিকে তাজৌরায় নৌকাটি ডুবে যাওয়ার পর মাত্র ২৬ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন নৌবাহিনীর মুখপাত্র আইয়ুব কাসেম। সাগরে অনেক লাশ ভাসছে জানিয়ে কাসেম বলেন, উপকূলরক্ষীদের প্রয়োজনীয় সরঞ্জামাদি না থাকায় উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে।
কয়েক বছর ধরেই লিবিয়ার বহু লোক নৌকায় করে ইউরোপে, বিশেষ করে ইতালী পাড়ি জমাচ্ছে। চলতি বছর এ পর্যন্ত প্রায় ১ লাখ লোক নৌকায় করে ইতালীর উপকূলে পৌঁছেছে বলে জানিয়েছে ইতালীর সরকার।
২০১১ সালে লিবিয়ার স্বৈরশাসক মুয়াম্মার গাদ্দাফির পতনের পর দেশটিতে অরাজকতা দেখা যাওয়ায় মানব পাচারকারীরা বহু লোককে নৌকায় করে ইউরোপে পাচার করার চেষ্টা করছে। বিপজ্জনক এই পথে প্রায় দুর্ঘটনার কবলে পড়ছে নৌকাগুলো। গত আগস্টে এ ধরনের একটি নৌদুর্ঘটনায় শতাধিক লোক নিহত হয়। -সূত্র : আলজাজিরা/আরটিএনএন

অনলাইন আপডেট

আর্কাইভ