ঢাকা,শুক্রবার 26 April 2024, ১৩ বৈশাখ ১৪৩০, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী
Online Edition

পাকিস্তানে বিমান হামলায় ৫৭ তালেবান নিহত

পাকিস্তানি সামরিক বাহিনীর ২০ দফা বিমান হামলায় ৫৭ তালেবান জঙ্গি নিহত হয়েছে। পাকিস্তানের পোশোয়ারে সামরিক বাহিনী পরিচালিত একটি স্কুলে তালেবানি হত্যাযজ্ঞের পর এ হামলা চালানো হয়।

গতকাল বুধবার পাকিস্তানের খাইবার অঞ্চলের তালেবান অধ্যুষিত তিরাহ এলাকায় বিমান হামলা পরিচালনা করে দেশটির সামরিক বাহিনী।

সামরিক বাহিনীর মুখপাত্র আসিম বাজওয়া এ খবর সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেন।

তিনি জানান, পোশোয়ারে স্কুলে নৃশংস হত্যাযজ্ঞের জড়িত তালেবানদের ওপর বিমান হামলা ‍পরিচালনা করা হচ্ছে। অভিযানে এ পর্যন্ত ৫৭ তালেবান জঙ্গি নিহত হয়েছে।

অভিযান এখনও অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

পাকিস্তানের সামরিক বাহিনীর প্রধান রাহীল শরীফ তালেবান অধ্যুষিত অঞ্চলে সামরিক অভিযান পর্যবেক্ষণ করছেন বলেও জানান সামরিক বাহিনীর ওই মুখপাত্র।

অন্যদিকে পাকিস্তানের আধাসামরির বাহিনী পকিস্তান রেঞ্জার্সের সাথে বন্দুকযুদ্ধে পাঁচ তালেবান জঙ্গী নিহত হয়েছে।
পাকিস্তান রেঞ্জার্সের এক মুখপাত্র জানিয়েছেন মৃত তিন তালেবান জঙ্গির পরিচয়, উমরজাদা, খলীল ও হায়দর৷ এদের মঙ্গোপীর এলাকায় মারা হয়৷

তিনি জানান, ওই জঙ্গিরা শহরে বড় ধরণের নাশকতার ছক করছিল৷ রেঞ্জার্সদের সঙ্গে খন্ডযুদ্ধে মারা গিয়েছে এরা৷

এর আগে গত মঙ্গলবার সকালে পাকিস্তানের পেশোয়ারে তালেবানদের হামলায় ১৩২ শিশুসহ ১৪১ জনের মৃত্যুর খবর নিশ্চিত করে পাকিস্তান প্রশাসন। এছাড়া, আহত হয়েছে আরও শতাধিক শিক্ষার্থী-শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী।

তালেবান জঙ্গিদের হামলায় ১৩২ শিশুসহ ১৪১ জনের নিহত হওয়ার ঘটনায় তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন করছে পাকিস্তান সরকার।

অনলাইন আপডেট

আর্কাইভ