ঢাকা,শুক্রবার 26 April 2024, ১৩ বৈশাখ ১৪৩০, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী
Online Edition

চাঁদপুর শহর রক্ষা বাধের ব্লক সরে যাচ্ছে

চাঁদপুর: চাঁদপুর পুরানবাজারের দোল ঠাকুরের মন্দিরের পাশে শহর রক্ষা বাধে ধস নেমেছে।

রোববার রাত ৮টার পর আকস্মিকভাবে ওই এলাকার অন্তত ১০০ ফুট এলাকার ব্লকসমূহ তলিয়ে গেছে। নতুন বার্তা ডটকম।

ইতিমধ্যেই প্রায় ৪০০ ব্লক তলিয়ে গেছে। নদী উত্তাল হওয়ায় আতঙ্ক দেখা দিয়েছে।

ঘটনার পর থেকে এলাকার মানুষ ও গণমাধ্যম কর্মীরা বারবার পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করে। কিন্তু কারো মোবাইল বন্ধ পাওয়া যাচ্ছে আবার কারোটিতে কল হলেও রিসিভ করছেননা।

সোমবার সকাল ১০টা পর্যন্ত পানি উন্নয়ন বোর্ড বা স্থানীয় প্রশাসনের কাউকে ক্ষতিগ্রস্থ এলাকায় দেখা যায়নি। ভাঙ্গনকবলিত এলাকাটিতে নিন্ম আয়ের মানুষ বস্তির মত ঘর-বাড়ি তুলে বসবাস করে। প্রায় সাড়ে ৩০০ লোকের বসবাস ওই এলাকায়। এছাড়া রয়েছে হিন্দু সম্প্রদায়ের একটি মন্দির। লোকজন এখন চরম আতঙ্কে রয়েছে। তারা তাদের উদ্বেগ ও উৎকন্ঠার কথা প্রকাশ করেছে।

চাঁদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি জাহাঙ্গির আখন্দ সেলিম বলেন, “এই বিপদের সময় পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের পাত্তাই মিলছে না।”

দ্রুত ভাঙ্গণ রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।

চাঁদপুর পুরানবাজারের যে অংশে শহর রক্ষা বাধে ধস শুরু হয়েছে সেটি অব্যাহত থাকলে পুরো চাঁদপুর শহরই হুমকির মুখে পড়বে। এই অবস্থায় বড় ধরনের কোন ক্ষতি হবার আগেই জরুরি ভিত্তিতে পানি উন্নয়ন বোর্ড কার্যকরি ব্যবস্থা গ্রহণ করবে এটাই এলাকাবাসীর প্রত্যাশা।

অনলাইন আপডেট

আর্কাইভ