ঢাকা,শুক্রবার 26 April 2024, ১৩ বৈশাখ ১৪৩০, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী
Online Edition

আটক ‘বনদস্যু নেতা’ কথিত বন্দুকযুদ্ধে নিহত

অনলাইন ডেস্ক: সুন্দরবনের এক বনদস্যু নেতাকে আটকের পর খুলনার কয়রায় পুলিশের অস্ত্র উদ্ধার অভিযানের সময় কথিত বন্দুকযুদ্ধে তার মৃত্যু হয়েছে।

শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার খরখড়িয়া নদীর দক্ষিণ দিকে গোলাগুলির এ ঘটনা ঘটে বলে কয়রা থানর ওসি শমসের আলীর ভাষ্য।

তিনি বলছেন, নিহত আনোয়ারুল ইসলাম ওরফে আনারুল (৪৫) সুন্দরবনের দস্যুদল আনারুল বাহিনীর প্রধান। তার বিরুদ্ধে থানায় দশটি মামলা রয়েছে।

ঘটনাস্থল থেকে একটি দেশি বন্দুক, পাঁচটি কার্তুজ এবং দুটি দা উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।

কয়রার ওসি জানান, বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার মহারাজপুর এলাকা থেকে আনারুলকে আটক করেন তারা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ পরে তাকে নিয়ে খরখড়িয়া নদীর দিকে অস্ত্র উদ্ধার অভিযানে যায়।

“আগে থেকে সেখানে অবস্থান নিয়ে থাকা বনদস্যুরা আনারুলকে ছিনিয়ে নিতে গুলি চালায়। পুলিশও আত্মরক্ষার জন্য পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে আনোয়ারুল গুলিবিদ্ধ হয় এবং তার সহযোগীরা পালিয়ে যায়।

আনারুলকে পরে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান ওসি।

তিনি বলেন, আনারুলের লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।

“আনারুল দীর্ঘদিন ধরে সুন্দরবনে দস্যুদল পরিচালনা করে আসছিল। তার বিরুদ্ধে ছয়টি ডাকাতি, একটি হত্যাসহ বিভিন্ন অভিযোগে ১০টি মামলা রয়েছে থানায়,” বলেন ওসি।

অনলাইন আপডেট

আর্কাইভ