বৃহস্পতিবার ০২ মে ২০২৪
Online Edition

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচ খেলবে আজ বিসিবি স্পোর্টস রিপোর্টার : এম এ আজিজ স্টেডিয়ামে ইলিংশদের

বিপক্ষে প্রথম দুই দিনের প্রথম প্রস্তুতি ম্যাচটি শুরু হবে আজ শুক্রবার সকাল ৯টায়।  আর এই প্রস্তুতি ম্যাচে সুযোগ পেয়েছেন ওয়ানডে স্কোয়াডে থাকা মোসাদ্দেক হোসেন, সাব্বির রহমান রুম্মন ও সৌম্য সরকার।  এছাড়া টেস্ট স্কোয়াডে দ্বিতীয় উইকেটকিপার হিসেবে সুযোগ হতে পারে নুরুল হাসান সোহানের।  তিনিও খেলবেন প্রস্তুতি এই ম্যাচ। সেই হিসেবে টেস্ট স্কোয়াড ঘোষণার আগে নির্বাচকদের চোখ এদের দিকেই থাকবে।  কারণ প্রস্তুতি ম্যাচে সাব্বির-মোসাদ্দেক-সৌম্য-সোহান ভালো করলে চট্টগ্রাম টেস্টে সুযোগ হতে পারে তাদের সেই লক্ষ্যে বুধবারই চট্টগ্রামে চলে এসেছেন ক্রিকেটাররা।  যদিও জাতীয় দলের মতো বৃহস্পতিবার কোনও অনুশীলন ছিল না বিসিবি একাদশে থাকা ক্রিকেটারদের।  এদিন নিজ থেকেই কেউ কেউ ইনডোরে অনুশীলন করেছেন। তবে শুক্রবার থেকে শুরু হতে যাওয়া প্রস্তুতি ম্যাচগুলোতে রয়েছে বৃষ্টির শঙ্কা।  বৃষ্টিতে প্রস্তুতি ম্যাচ ভেস্তে যায় কিনা তাই এখন দেখার বিষয়।  খেলা না হলে দল নির্বাচনে ঝামেলা হবে।  কারণ বোর্ড সভাপতি ইঙ্গিত দিয়েছেন দুটি প্রস্তুতি ম্যাচের পারফরম্যান্স থেকে চট্টগ্রাম টেস্টের দল নির্বাচন করবে টিম ম্যানেজম্যান্ট ও নির্বাচক প্যানেল।  এই লক্ষ্যে প্রস্তুত হয়ে আছে এম এ আজিজ স্টেডিয়ামও।  প্রায় তিন বছর পর এই মাঠে ক্রিকেট ফিরছে।  সর্বশেষ ২০১৩ সালে এই মাঠে একটি প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।  অনুষ্ঠিত হয়েছে বললেও আবার ভুল হবে।  কারণ নিউজিল্যান্ড-বিসিবি একাদশের মধ্যকার সেই তিনদিনের ম্যাচটি বৃষ্টির কারণে ভেস্তে গিয়েছিল। প্রথম ম্যাচের বিসিবি একাদশ: সৌম্য সরকার, শাহরিয়ার নাফিস, নাজমুল হোসেন শান্ত, সাব্বির রহমান (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন সৈকত, শুভাগত হোম, নুরুল হাসান, রুবেল হোসেন, কামরুল ইসলাম রাব্বি, আবু জাহিদ রাহি, এবাদত হোসেন ও সাদমান ইসলাম।

অনলাইন আপডেট

আর্কাইভ