বৃহস্পতিবার ০২ মে ২০২৪
Online Edition

পেরুর নদীতে ১০ হাজার ব্যাঙের মৃত্যু

১৮ অক্টোবর, বিবিসি : পেরুর দক্ষিণাঞ্চলে কোয়াটা নদীতে প্রায় ১০ হাজার ব্যাঙ মরে ভেসে উঠেছে। একটি পরিবেশবাদী আন্দোলনকারী  সংস্থা এ ঘটনার জন্য নদী দূষণকে দায়ী করেছে।
সংস্থাটির দাবি, ওই অঞ্চলে নর্দমার পানি শোধনের জন্য প্ল্যান্ট স্থাপনের আবেদন উপেক্ষা করেছে সরকার।
টিটিকাকা নামের পানিতে বসবাসকারী এই ব্যাঙের প্রজাতিটি হুমকির মুখে রয়েছে। এই প্রজাতির ব্যাঙগুলোকে শুধু পেরুর ও বলিভিয়ার দূষণহীন পানির লেকগুলো এবং শাখা নদীতে পাওয়া যায়। কোয়াটা নদীতে দূষণরোধে গঠিত কমিটি জানিয়েছে, পেরুর সরকার গুরুতর দূষণ সমস্যার সুরাহা করতে ব্যর্থ হয়েছে।
পরিবেশবাদী আন্দোলনকারীরা ১০০টি মৃত ব্যাঙ আঞ্চলিক রাজধানী পুনোর সেন্ট্রাল স্কয়ারে নিয়ে যায়।
আন্দোলনকারীদের নেতা মারুজা ইনকুইলা বলেন, আমরা মৃত কিছু ব্যাঙ নিয়ে এসেছি। সমস্যাটি কত গুরুতর এই ব্যাপারে তাদের কোনো ধারণাই নেই। পরিস্থিতি খুবই ভয়ানক।
পেরুর জাতীয় বন ও বন্যপ্রাণী সেবা (সেফোর) কর্তৃপক্ষ জানিয়েছে, তারা ব্যাঙের মৃত্যুর বিষয়ে তদন্ত শুরু করছে। ওই ঘটনার পর স্থানীয় অধিবাসীদের সঙ্গে কথা বলে এবং ব্যাঙের নমুনা সংগ্রহ করার পর ধারণা করা হচ্ছে নদীটির ৩০ মাইলজুড়ে ১০ হাজারেরও বেশি ব্যাঙ আক্রান্ত হয়ে মারা গেছে।

অনলাইন আপডেট

আর্কাইভ